Advertisement
অমৃত ভারত প্রকল্পে বাংলার ঝুলিতে ৩ স্টেশন, উদ্বোধনে মোদি বললেন, 'দেশের বিকাশের জন্য...'
শিয়ালদহ ডিভিশনের মোট ১৮টি স্টেশনে অমৃত ভারত প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছিল।
দেশজুড়ে অমৃত ভারত প্রকল্পের অধীনে তৈরি হওয়া ১০৩টি স্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মধ্যে রয়েছে রাজ্যের তিনটি স্টেশন। কল্যাণী ঘোষপাড়া, পানাগড় ও জয়চন্ডী পাহাড় স্টেশন নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে।
রাজস্থানের বিকানের স্টেশন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বাকি স্টেশনগুলির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে পহেলগাঁও হামলা নিয়ে হুংকার শোনা গিয়েছে দেশের প্রধানের মুখে।
দেশের ১০৩টি স্টেশনে অমৃত ভারত প্রকল্পের কাজ শেষ হয়েছে। তারই উদ্বোধন করা হল। দেশের বিকাশে স্টেশন উন্নয়নের ভূমিকার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
শিয়ালদহ ডিভিশনের মোট ১৮টি স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছিল। তার মধ্যে কল্যাণী ঘোষপাড়া স্টেশন অন্যতম। যার উদ্বোধন করা হল। এছাড়াও পানাগড় ও জয়চন্ডী পাহাড় স্টেশনের কাজ শেষ হওয়ায় এই স্টেশনগুলির উদ্বোধন করা হয়েছে।
Published By: Subhankar PatraPosted: 02:58 PM May 22, 2025Updated: 02:58 PM May 22, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
