Advertisement
ত্রিনিদাদ ও টোব্যাগোয় মোদিকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান, দেখে নিন কোন ২৫ দেশে সম্মানিত প্রধানমন্ত্রী
কোনও বিদেশি নেতা হিসাবে প্রথম এই সম্মান পেলেন ভারতের প্রধানমন্ত্রী।
বর্তমানে পাঁচ দেশের সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি। এই সফরে ক্ষুদ্র দীপরাষ্ট্র ত্রিনিদাদ ও টোব্যাগোর সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পেলেন প্রধানমন্ত্রী। শুক্রবার তাঁকে ‘অর্ডার অফ দ্য রিপাবলিক অফ ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো’ সম্মান তুলে দেন সে দেশের রাষ্ট্রপতি ক্রিস্টিন কাঙ্গালু। কোনও বিদেশি নেতা হিসাবে প্রথম এই সম্মান পেলেন ভারতের প্রধানমন্ত্রী। এই নিয়ে এখনও পর্যন্ত মোট ২৫টি দেশ থেকে বিশেষ সম্মান পেয়ে নজির তৈরি করলেন মোদি। যার মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী, রাশিয়া, ফ্রান্স, ফিজি-সহ একাধিক দেশ। চলুন একনজরে দেখে নেওয়া যাক যে ২৫টি দেশ থেকে সম্মান পেয়েছেন প্রধানমন্ত্রী।
২০১৬ সালের ৩ এপ্রিল সৌদি আরবের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘কিং আব্দুল আজিজ সাশ’-এ ভূষিত হন মোদি। সে বছরই ৪ জুন আফগানিস্তানের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘গাজী আমির আমানুল্লাহ খান’ পান।
২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি পান ‘গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন’ সম্মান। পরের বছর অর্থাৎ ২০১৯ সালের ৮ জুন মালদ্বীপ সরকার ‘অর্ডার অফ নিশান ইজ্জুদ্দিন’ সম্মানে ভূষিত করে মোদিকে।
২০১৯ সালের ২৪ আগস্ট সংযুক্ত আরব আমিরশাহির সর্বোচ্চ নাগরিক সম্মান ‘অর্ডার অফ জায়েদ’ প্রদান করা হয় ভারতের প্রধানমন্ত্রীকে। একই দিনে বাহরিন রাজা মোদিকে ‘কিং হামাদ অর্ডার অফ দ্য রেনেসাঁ’ সম্মানে ভূষিত করেন।
২০২০ সালের ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র ‘লিজিয়ন অফ মেরিট’ সম্মানে ভূষিত করে ভারতের প্রধানমন্ত্রীকে। ২০২৩ সালের ২২ মে পাপুয়া নিউ গিনি ‘গ্র্যান্ড কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ লোগোহু’ সম্মানে ভূষিত করে। একই দিনে ফিজির সর্বোচ্চ সম্মান ‘কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি’ দেওয়া হয় মোদিকে। ওই বছর মে মাসে পালাউ থেকে ‘এবাকল অ্যাওয়ার্ডে’ সম্মানিত হন।
২০২৩ সালের ২৫ জুন মিশর থেকে ‘অর্ডার অফ দ্য নাইন’ সম্মান পান। ওই বছরই ১৩ জুলাই ফ্রান্স থেকে ‘গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনার’ সম্মানে সম্মানিত হন। ২৫ আগস্ট গ্রিস থেকে ‘গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ অনার’ সম্মানে ভূষিত হন।
২০২৪ সালের ২২ মার্চ ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘অর্ডার অফ দ্য ড্রুক গ্যালপো’তে ভূষিত হন। একই বছর ৯ জুলাই রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘অর্ডার অফ স্ট্যান্ডঅ্যান্ড্রু দ্য অ্যাপোস্টেল’ দেওয়া হয় মোদিকে। ১৮ নভেম্বর নাইজেরিয়া থেকে ‘গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য নাইজার’ সম্মানে ভূষিত হন।
২০২৪ সালের ২০ নভেম্বর‘ডোমিনিকা অ্যাওয়ার্ড’ পান। একই দিনে গায়ানা থেকে ‘অর্ডার অফ এক্সিলেন্স’-এ সম্মানিত হন। ওই দিনই বার্বাডোস থেকে ‘অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোস’ সম্মান পান। ২২ ডিসেম্বর কুয়েত থেকে ‘অর্ডার অফ মুবারক আল-কবীর’ সম্মানে সম্মানিত হন।
Published By: Gopi Krishna SamantaPosted: 04:23 PM Jul 05, 2025Updated: 04:35 PM Jul 05, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ