Advertisement
আলোয় আলো আকাশ... নরওয়ে, আন্টার্কটিকার বাইরেও ছড়াল মেরুপ্রভার দীপ্তি! দেখুন ছবি
রাতের আকাশে দ্যুতি ছড়ানো অরোরা বোরিয়ালিস দেখতে বহু পর্যটক ভিড় জমান।
সেই কোন ছোটবেলায় ভূগোলে পড়া মেরুদেশ, সুমেরুপ্রভা, কুমেরুপ্রভার কথা। পড়তে পড়তে পাঠ্যবই থেকে বেরিয়ে কখন যেন কেউ কেউ হারিয়ে গিয়েছি স্বপ্নের দেশে। ভাবনায় তখন আকাশ ছড়ানো আলোর ছবি। সেসব কখনও বাস্তবে চাক্ষুষ করা সম্ভব, এ তো ভাবনাতেও ছিল না। কিন্তু আজকের যুগে অরোরা বোরিয়ালিস, অরোরা অস্ট্রেলিস আর স্বপ্নের জগতে সীমাবদ্ধ নেই। বরং মেরুদেশের আলোকপ্রভা এখন পর্যটনের নতুন দিশা। রাতের আকাশে আলোর খেলা দেখবেন বলে প্রচুর পর্যটক পাড়ি দেন এসব জায়গায়। প্রকৃতিও তাঁদের ফেরায় না। নিজের অপূর্ব সৌন্দর্য দর্শনে কার্পণ্য করে না। এখন তাঁদের আনন্দ দ্বিগুণ। সুমেরু ও কুমেরুর অন্তর্গত দেশগুলির বাইরে সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশ থেকেই দেখা যাচ্ছে মেরুপ্রভা।
কিন্তু আজকের যুগে অরোরা বোরিয়ালিস, অরোরা অস্ট্রেলিস আর স্বপ্নের জগতে সীমাবদ্ধ নেই। বরং মেরুদেশের আলোকপ্রভা এখন পর্যটনের নতুন দিশা। রাতের আকাশে আলোর খেলা দেখবেন বলে প্রচুর পর্যটক পাড়ি দেন এসব জায়গায়। প্রকৃতিও তাঁদের ফেরায় না। নিজের অপূর্ব সৌন্দর্য দর্শনে কার্পণ্য করে না। এখন তাঁদের আনন্দ দ্বিগুণ। সুমেরু ও কুমেরুর অন্তর্গত দেশগুলির বাইরে সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশ থেকেই দেখা যাচ্ছে মেরুপ্রভা।
সুমেরুর আকাশে আলোকছটার নাম অরোরা বোরিয়ালিস, কুমেরু প্রদেশের আলো অরোরা অস্ট্রেলিস বলে পরিচিত। সম্প্রতি দেখা গিয়েছে, এসব দেশে ডুবন্ত সূর্যের আলোর সঙ্গে মিলেমিশে যাচ্ছে মেরুপ্রভাও! আর আকাশে এই আলোর খেলা দেখা যাচ্ছে একেবারে ভোরে, সূর্যোদয় পর্যন্ত। তাই অনেক বেশি মানুষের কাছে মেরুপ্রভার ম্যাজিক দেখার সুযোগ মিলছে।
এই ছবি হয়ত মেরুর দেশ অর্থাৎ নরওয়ে, সুইডেন বা আন্টার্কটিকার ক্ষেত্রে কিছুটা পরিচিত। কিন্তু আশ্চর্যের বিষয় হল, মাসখানেক ধরে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলির আকাশেও দেখা যাচ্ছে অপূর্ব আলোকছটা। সুইজারল্যান্ড, হাঙ্গেরি এমনকী আমেরিকার ফ্লোরিডা থেকেও রাতভর দর্শনীয় হয়ে উঠছে সুমেরুপ্রভা। আর কুমেরুর দিকে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে তা দেখা যাচ্ছে। কখনও সবুজ, কখনও বেগুনি, কখনও গোলাপি - রংবদলের খেলায় যেন বুঁদ মহাশূন্য। ছবি: ফেসবুক।
মেরুদেশের এই অরোরা বোরিয়ালিস ও অরোরা অস্ট্রেলিসের খেলার পিছনে কিন্তু রয়েছে খাঁটি বিজ্ঞান। সৌরঝড়ের জেরে সৃষ্ট আলোই হল অরোরা। পৃথিবীর দুই মেরুদেশ ঘুরেফিরে সূর্যের সবচেয়ে কাছে চলে আসে, সৌরঝড়ের মুখে পড়ে। এর ফলে তার সংলগ্ন বায়ুমণ্ডলে কঠিন পদার্থকণা এবং গ্যাসীয় কণার উপর সূর্যালোকে প্রতিসরণে এই মেরুপ্রভা। নানারকম গ্যাসের নানা রং। আর সেটাই প্রতিফলিত হয় মেরুদেশের বায়ুমণ্ডলে।
একরাতের মধ্যে আলোর রং এতবার বদলে যাওয়ার মধ্যেও লুকিয়ে সেই বিজ্ঞান। বিশেষজ্ঞদের ব্যাখ্যা, বায়ুমণ্ডলে মোট ২১ শতাংশ অক্সিজেন গ্যাস রয়েছে। সৌরালোকের দাপটে তা উত্তপ্ত হয়ে সবুজ আলো প্রতিফলিত করে। নাইট্রোজেন গ্যাসের পরিমাণও বায়ুমণ্ডলে বেশি। তা তপ্ত হলে সেখান থেকে প্রতিভাত হয় বেগুনি বা গোলাপি রঙের আলো। ছবি: ফেসবুক।
তবে এসব রঙের বাইরে বায়ুমণ্ডলের আরও উঁচু স্তরে দেখা যায় গাঢ় লালচে আলো। সেটাও অক্সিজেনের প্রভাবে। তবে লাল রঙের অরোরা বোরিয়ালিস বা অরোরা অস্ট্রেলিস বিরল বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ছবি: ফেসবুক।
শীতের ছুটিতে ইউরোপ ভ্রমণে গিয়েছেন বলিউড অভিনেত্রী শেফালি শাহ। তিনি মেরুপ্রভা চাক্ষুষ করে আপ্লুত! বরফঢাকা ভূমি থেকে আকাশে বেগুনি, সবুজ, গোলাপি রঙের খেলা দেখতে পাওয়া যেন স্বপ্নের! এভাবেই নিজের মুগ্ধতা সোশাল মিডিয়ায় প্রকাশ করেছেন তিনি। সেসব ছবিও পোস্ট করেছেন শেফালি শাহ। ছবি: ফেসবুক।
সম্প্রতি ইউরোপ ও আন্টার্কটিকার বাইরেও যেভাবে মেরুপ্রভার অপূর্ব সৌন্দর্য দেখা যাচ্ছে, তাতে আগ্রহী মহল আহ্লাদে আটখানা হলেও বিজ্ঞানীরা খানিকটা চিন্তিত। নরওয়ের 'অরোরা' গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের আশঙ্কা, বায়ুমণ্ডলের যে স্তর ভেদ করে অরোরা ছড়াচ্ছে, তা ওজোন স্তরেও প্রভাব ফেলতে পারে। অরোরা সাধারণত উচ্চমাত্রার শক্তিসম্পন্ন সৌরকণার সমাহার। ওজোন স্তরে তা প্রভাব ফেললে পৃথিবীর বিপদ বাড়বে। ছবি: ফেসবুক।
Published By: Sucheta SenguptaPosted: 04:45 PM Dec 23, 2025Updated: 04:45 PM Dec 23, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
