Advertisement
ওহ উস্তাদ! রাশিদের শেষযাত্রায় কাঁদল কলকাতা, লেন্সবন্দী অশ্রুসজল মুহূর্ত
বুধবার সকাল থেকে রবীন্দ্রসদন চত্বরে জণঅরণ্য। দেখুন সেই মুহূর্ত।
বুধবার সকাল থেকে রবীন্দ্রসদন চত্বরে জণঅরণ্য। প্রিয় উস্তাদকে শেষবারের মতো বিদায়ী গুরুদক্ষিণা দিতে ভিড় জমিয়েছিলেন অনুরাগীরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে গানস্যালুটে বিদায় জানানো হল রাশিদ খানকে। চোখের জল ধরে রাখতে পারলেন না অনুরাগীরা।
ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন-সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব এলেন উস্তাদকে শেষ শ্রদ্ধা জানাতে।
পণ্ডিত অজয় চক্রবর্তীকেও দেখা গেল উস্তাদের শেষযাত্রায়। কলকাতা তাঁর প্রাণের শহর হলেও উত্তরপ্রদেশে তাঁর জন্মভিটেতেই সমাধিস্থ করা হবে রাশিদ খানকে।
মেয়ে সুহাকে সান্ত্বনা দিতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারলেন না হৈমন্তী শুক্লা। এলেন ঘনিষ্ঠ বন্ধু মুনমুন সেনও।
Published By: Sandipta BhanjaPosted: 03:31 PM Jan 10, 2024Updated: 03:31 PM Jan 10, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
