Advertisement
সাইনা থেকে চাহাল, সাতজন্মের বন্ধন ভেঙে ডিভোর্স ভারতের ক্রীড়াজগতের যে তারকাদের
তালিকায় আর কারা?
রবিবার পারুপল্লি কাশ্যপের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ইনস্টাগ্রাম স্টোরিতে ঘোষণা করেন অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী শাটলার সাইনা। ইনস্টাগ্রাম স্টোরিতে সাইনা লিখেছিলেন, ‘জীবন মাঝেমাঝে আমাদের বিভিন্ন দিকে নিয়ে যায়। অনেক কিছু ভেবে পারুপল্লি কাশ্যপ এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'
২০২০ সালের ১১ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মা। পাঁচবছর পর আলাদা হল তাঁদের পথ। বান্দ্রার পারিবারিক আদালত তাঁদের ডিভোর্সে সিলমোহর দিয়েছে মার্চের ২০ তারিখ। এর মধ্যে চাহালের সঙ্গে নতুন সম্পর্কের গুঞ্জন রয়েছে মাহভাশের।
এপ্রিলের ৩০ তারিখ কারুং ওনলারের সঙ্গে প্রায় ২০ বছরের দাম্পত্য সম্পর্ক ভাঙার কথা ঘোষণা করেন বক্সার মেরি কম। ২০০৫ সালে তাঁদের বিয়ে হয়। তাঁদের প্রেমকাহিনি যথেষ্ট জনপ্রিয় ছিল দেশের ক্রীড়াপ্রেমীদের মধ্যে। এমনকী মেরির জীবনে পরপুরুষের আগমনের খবরও শোনা যাচ্ছে।
অস্ট্রেলিয়ার বাসিন্দা আয়েষা মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় ভারতীয় দলের প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ানের। ১০ বছরের বিবাহিত জীবনে একটি পুত্রও রয়েছে তাঁদের। তবে ২০২৩ সালে দিল্লি হাই কোর্টের নির্দেশে তাঁদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। সম্প্রতি তিনি নতুন সম্পর্কে জড়িয়েছেন সোফি শাইনের সঙ্গে।
কুড়ি বছরের বৈবাহিক সম্পর্কে দাঁড়ি টানার জল্পনা বীরেন্দ্র শেহওয়াগ ও আরতি আহলাওয়াতের। বেশ কয়েক মাস হয়ে গেল তাঁরা আলাদা থাকছেন। তারকা দম্পতির দুই পুত্রসন্তান রয়েছে। তাদের নাম আর্যবীর ও বেদান্ত। তবে এখনও আইনি বিচ্ছেদ হয়নি তাঁদের।
Published By: Arpan DasPosted: 07:54 PM Jul 14, 2025Updated: 07:54 PM Jul 14, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
