Advertisement
হাজারের বেশি আসন, এলইডি ডিসপ্লে, সিসিটিভি! দেখুন এসি লোকালের অন্দরসজ্জা
আগামী সোমবার থেকে রানাঘাট-শিয়ালদহে রুটে ছুটবে এসি লোকাল।
অপেক্ষার অবসান! আগামী সোমবার থেকে রানাঘাট-শিয়ালদহে রুটে ছুটবে এসি লোকাল। এটি পূর্ব রেলওয়ের প্রথম এসি লোকালও বটে। যা নিয়ে যাত্রীদের উৎসাহ তুঙ্গে।
ট্রেনটি ১২ কোচের। ট্রেনটিতে মোট আসন সংখ্যা রয়েছে ১১২৬টি। স্টেইনলেস স্টিল দিয়ে রেকগুলি বানানো হয়েছে। লাগেজ রাখার ব্যবস্থা করা হয়েছে। মেট্রোর মতো দু'দিকে দরজা খুলবে। যার নিয়ন্ত্রণ থাকবে গার্ড ও চালকের হাতে। তারা দরজা খুলবে ও বন্ধ করবে।
যাত্রী সুরক্ষার দিকেও নজর দেওয়া হয়েছে। প্রতিটি কোচে থাকছে সিসি ক্যামেরা। থাকছে জিপিএস নির্ভর এলইডি ডিসপ্লে, অ্যানাউন্সমেন্ট ও টকব্যাক সিস্টেম। প্রতিটি স্টেশনে ঘোষণা করা হবে পরবর্তী স্টেশনের নাম।
রানাঘাট থেকে প্রতিদিন ট্রেনটি ছাড়বে সকাল ৮টা ২৯ মিনিটে। শিয়ালদহে পৌঁছোবে সকাল ১০টা ১০ মিনিটে। আর শিয়ালদহ থেকে সন্ধে ৬টা ৫০ মিনিটে ট্রেন ছেড়ে রানাঘাট পৌছোবে ৮টা ৩২ মিনিটে।
রেলের তরফে জানানো হয়েছে, এই এসি লোকাল যাতায়াতের পথে দাঁড়াবে চাকদহ, কল্যানী, কাঁচড়াপাড়া, নৈহাটি, বারাকপুর, খড়দহ, সোদপুর, দমদম এবং বিধাননগরে।
Published By: Subhankar PatraPosted: 12:59 PM Aug 09, 2025Updated: 12:59 PM Aug 09, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
