Advertisement
নজির গড়ার 'প্রিন্স', ইংল্যান্ডে ২৫০ পার করে একঝাঁক রেকর্ড শুভমানের
গাভাসকর-শচীন-কোহলিকে টপকে গিয়েছেন শুভমান।
ইংল্যান্ডের মাটিতে সোনালি ফর্ম অব্যাহত ভারত অধিনায়কের। সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি এসেছিল তাঁর ব্যাট থেকে। এবার এজবাস্টনে ডবল সেঞ্চুরি হাঁকালেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স।
ভারত অধিনায়ক হিসাবে টেস্টে সর্বোচ্চ রান। এর ভারত অধিনায়ক হিসাবে সর্বোচ্চ ২৫৪ রান করেছিলেন বিরাট কোহলি, ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেই নজির ভেঙে দিল শুভমানের ২৬৯।
এশিয়ার বাইরে ভারতীয় ব্যাটার হিসাবে টেস্টে সর্বোচ্চ রান। এতদিন এই রেকর্ড ছিল শচীন তেণ্ডুলকরের দখলে। ২০০৪ সালে সিডনিতে ২৪১ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
অ্যাওয়ে টেস্টে ভারতীয় ব্যাটার হিসাবে তৃতীয় সর্বোচ্চ রান। বিদেশের মাটিতে টেস্ট খেলতে নেমে সর্বোচ্চ ৩০৯ রান করেছিলেন বীরেন্দ্র শেহওয়াগ, পাকিস্তানের বিরুদ্ধে। দ্বিতীয় স্থানে রাহুল দ্রাবিড়, পাকিস্তানের বিরুদ্ধে ২৭০।
তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ইংল্যান্ডের মাটিতে ডবল সেঞ্চুরি। ১৯৭৯ সালে সুনীল গাভাসকর এবং ২০০২ সালে রাহুল দ্রাবিড়ের পর বিলেতের মাটিতে দ্বিশতরান এল শুভমানের ব্যাট থেকে।
তৃতীয় বিদেশি হিসাবে এজবাস্টনে ডবল সেঞ্চুরি। এজবাস্টনে কখনও জিততে পারেনি ভারত। শুভমানের আগে কোনও ভারতীয় সেখানে ডবল সেঞ্চুরিও হাঁকাতে পারেননি। এর আগে ১৯৭১ সালে জাহির আব্বাস এবং ২০০৩ সালে গ্রেম স্মিথ ডবল সেঞ্চুরি করেছেন এই মাঠে।
অধিনায়কত্ব পেয়েই পরপর দুই টেস্টে সেঞ্চুরির তালিকায় সপ্তম ব্যাটার। রোহিত শর্মার অবসরের পর নেতৃত্ব দিতে নেমেই পরপর দুই টেস্টে সেঞ্চুরি করেছেন শুভমান। এই তালিকায় রয়েছেন মাত্র সাত ব্যাটার-বিজয় হাজারে, সুনীল গাভাসকর, বিরাট কোহলি, জ্যাকি ম্যাকগ্লিউ, অ্যালিস্টার কুক এবং স্টিভ স্মিথ।
টেস্ট-ওয়ানডে দুই ফরম্যাটে ডবল সেঞ্চুরি হাঁকানো পঞ্চম ব্যাটার। এর আগে ওয়ানডেতে ২০৮ রানের ইনিংস খেলেছেন শুভমান। শচীন তেণ্ডুলকর, বীরেন্দ্র শেহওয়াগ, রোহিত শর্মা, ক্রিস গেইলের পর পঞ্চম ব্যাটার হিসাবে এই নজির গড়লেন শুভমান।
Published By: Anwesha AdhikaryPosted: 10:07 AM Jul 04, 2025Updated: 10:07 AM Jul 04, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
