Advertisement
‘ফের চালু হবে সিকিমের পাকইয়ং বিমানবন্দর’, পর্যটকদের আশার কথা শোনালেন মন্ত্রী
দু’বছর আগে বন্ধ হয়ে যায় পাকইয়ং বিমানবন্দর।
শীঘ্রই চালু হবে সিকিমের পাকইয়ং বিমানবন্দর। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কথাবার্তা। এমনটাই জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিতা।
শক্রবার পাকইয়ং জেলায় একটি কর্মসূচিতে যোগদান করে পবিত্র বলেন, “কিছু প্রযুক্তিগত সমস্যার রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ আমাকে বিষয়টি জানিয়েছেন। তবে আমি মনে করি, দ্রুত সব সমস্যার সমাধান হয়ে যাবে। বিমান পরিবহন মন্ত্রী এবং রাজ্য সরকারের মধ্যে আলোচনা চলছে। আমি আশাবাদী পাকইয়ং বিমানবন্দরে ফের উড়ান ওঠা নামা করবেন।”
তিনি আরও বলেন, “পাকইয়ং নতুন জেলা। মাত্র তিন বছর হয়েছে। মুখ্যমন্ত্রী প্রেম সিং গোলের নেতৃত্বে ইতিমধ্যেই সেখানে অনেক উন্নয়ন হয়েছে। আগামী কিছু বছরে পাকইয়ং সিকিমের অন্যতম সেরা জেলায় পরিণত হবে।”
Published By: Subhodeep MullickPosted: 09:45 PM May 24, 2025Updated: 09:45 PM May 24, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
