Advertisement
সিরাজ থেকে কোহলি... রোনাল্ডোর আত্মবিশ্বাসই অনুপ্রেরণা এই ছয় ভারতীয় ক্রিকেটারের
তালিকায় রয়েছেন আর কারা?
রোনাল্ডোর আইকনিক ‘সিউ’ সেলিব্রেশন বড্ড প্রিয় মহম্মদ সিরাজের। ইংল্যান্ড সিরিজেও বেশ কয়েকবার তাঁকে এমন সেলিব্রেশনে মেতে উঠতে দেখা গিয়েছে। তবে কেবল সিরাজ নয়, ভারতীয় দলের অনেক ক্রিকেটারেরই প্রিয় ফুটবলার সিআর৭। রোনাল্ডোর আত্মবিশ্বাসই অনুপ্রেরণা তাঁদের।
মহম্মদ সিরাজ: ভারতের দেওয়া লক্ষ্য থেকে ৭ রান দূরে তখন ইংল্যান্ড। সিরাজের বলে বোল্ড গাস অ্যাটকিনসন। এরপর দুই হাত প্রশস্ত করে বুক ফুলিয়ে সিংহের মতো গর্জন করে উঠলেন তিনি। অনেকটা পর্তুগিজ কিংবদন্তি রোনাল্ডোর মতো। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে সিরাজ দেখালেন, তাঁর ফোনের ওয়ালপেপারেও লেখা রয়েছে ‘বিলিভ।’ নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে যাবেন, তাই ‘বিলিভ’ লেখা একটি ছবি গুগল করেন। সার্চ করতেই মেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ছবি, যার সঙ্গে লেখা ‘বিলিভ’। উল্লেখ্য, সিরাজ নিজেও সিআর সেভেনের বিরাট ভক্ত। উইকেট নিয়ে একাধিকবার রোনাল্ডোর আদলে সিউ সেলিব্রেশনে মেতে ওঠেন।
বিরাট কোহলি: তিনিও নিঃসন্দেহে রোনাল্ডোর ভক্ত। নিজেকে ফিট রাখার মন্ত্র তিনি তাঁর কাছ থেকেই পেয়েছেন। ২০২২ ফিফা বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পর কোহলি সোশাল মিডিয়ায় একটি আবেগপূর্ণ পোস্ট লিখেছিলেন। সেখানে তিনি রোনাল্ডোকে 'সর্বকালের সেরা' এবং সমস্ত ক্রীড়াবিদের জন্য অনুপ্রেরণা বলেছিলেন।
যুবরাজ সিং: প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার এবং দু'বারের বিশ্বকাপজয়ী যুবই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং রোনাল্ডোর ফ্যান। তাঁকে অনেকবারই সিআর সেভেনকে সমর্থন জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গিয়েছে। ২০২২ ফিফা বিশ্বকাপে রোনাল্ডোর জন্যই প্রিয় দল হিসেবে বেছে নিয়েছিলেন পর্তুগালকে।
শ্রেয়স আইয়ার: রোনাল্ডো এবং মেসির মধ্যে একজনকে বেছে নিতে বলা হলে শ্রেয়স বেছে নেন রোনাল্ডোকে। রজার ফেডেরার এবং এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে তাঁর প্রিয় ক্রীড়াবিদ রোনাল্ডো।
Published By: Prasenjit DuttaPosted: 07:05 PM Aug 06, 2025Updated: 07:05 PM Aug 06, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
