Advertisement
সমুদ্রতটে সস্ত্রীক কাঞ্চন, কটাক্ষ ধেয়ে আসতেই শ্রীময়ীর পালটা, 'অন্যের বউকে হট বলতে হবে না'
কটাক্ষ যেন পিছু ছাড়ে না তারকা যুগলের।
প্রেমপর্ব থেকে বিয়ে, সন্তানের জন্য। নতুন ইনিংসের প্রতিটা পদেই নেটিজেনদের নানা কটাক্ষ সহ্য করতে হয়েছে কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজকে। তবে সেসবে কোনওদিনই বিশেষ আমল দেননি তাঁরা। বরং সেই সমস্ত খোঁচার মোক্ষম জবাব দিয়ে নিজেদের মর্জিতেই জীবনকে উপভোগ করছেন তাঁরা। এবারও তার ব্যতিক্রম হল না।
সোমবার কোনও এক সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার একটি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন শ্রীময়ী। যেখানে বেশ বোল্ড অবতারেই ধরা দিয়েছেন কাঞ্চনপত্নী। স্বামীকে জড়িয়ে ধরে হাসি মুখে তুলেছেন ছবি। আর সেই ছবি নিয়েই শুরু হয়ে যায় ট্রোলিং।
অভিনেতার পাশাপাশি কাঞ্চন জনপ্রতিনিধিও। ফলে স্ত্রীর সঙ্গে তৃণমূল বিধায়কের এহেন ছবি দেখে কটাক্ষ করতে ছাড়েনি নেটপাড়ার বাসিন্দাদের একাংশ। অনেকেই ছবি দেখে তুলেছেন নানা প্রশ্ন।
এক নেটিজেন যেমন লেখেন, 'বিধায়ক মহাশয়ের থেকে আমরা কী শিক্ষা পেলাম?' এই কমেন্টেই রেগে লাল শ্রীময়ী। সেই মন্তব্য দেখে আর চুপ করে থাকতে পারেননি তিনি। সটান পালটা দিয়ে লেখেন, 'আপনি যে পর্যায়ে আছেন তাতে কোনও শিক্ষাই আপনাকে শিক্ষিত করতে পারবে না। কারণ এই বয়সে এসে আপনার মা-ই আপনাকে কোনও শিক্ষা দিতে পারলেন না। নিজের বউকে বলুন যদি আপনাকে কোনও শিক্ষা দিতে পারেন। তা হলে অন্যের বউয়ের ফেসবুকে গিয়ে তাঁকে হট বলতে হবে না।'
যদিও ক্ষোভ প্রশমিত করে পরে সেই মন্তব্য মুছেও ফেলেন শ্রীময়ী। তবে আর যাতে কেউ ওই পোস্টে কোনও মন্তব্য করতে না পারে, তার জন্য কমেন্ট সেকশনটিই বন্ধ করে দেন তিনি।
Published By: Sulaya SinghaPosted: 11:06 PM Aug 05, 2025Updated: 11:06 PM Aug 05, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
