Advertisement
দিনে একশো-দুশো সিগারেট! অমিতাভ, শাহরুখ-সলমনরা ছেড়েছেন 'বিষ', আপনি কবে?
বলিউডের বড় স্টাররা ধূমপান ছাড়লে আপনি 'বিষমুক্ত' হচ্ছেন কবে?
৩১ মে, তামাক বিরোধী দিবস। সেই প্রেক্ষিতেই বলিউড তারকাদের ধূমপান ত্যাগের কাহন রইল সংবাদ প্রতিদিন ডট ইন-এর পাতায়।
ত্রিশ বছর ধরে ধূমপান করতেন কিং খান। দিনে ১০০টি করে সিগারেট লাগত একসময়ে শাহরুখ খানের। তবে ৫৯ বছরের জন্মদিনে বাদশা জানান, তিনি ধূমপান ত্যাগ করেছেন।
একসময়ে চেন স্মোকার ছিলেন সলমন খান। তবে ২০১২ সালে রোগভোগের জেরে ধূমপান করা ছেড়ে দেন ভাইজান। জানা যায়, ট্রাইজেমিনাল নিউরালজিয়া, যা কিনা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় 'সুইসাইডাল ডিসিজ' নামে পরিচিত, সেই ট্রিটমেন্টের সময়ই এই বদভ্যাস ত্যাগ করেন তিনি।
এক দশকের চেষ্টার পর ২০১৯ সালে ধূমপান ছাড়েন হৃতিক। ২০২০ সালে সিগারেটকে বিষ আখ্যা দিয়ে বলেন নন-স্মোকার।
Published By: Sandipta BhanjaPosted: 02:21 PM May 31, 2025Updated: 03:32 PM May 31, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
