Advertisement
প্রাক্তন পাক ক্রিকেটার রজ্জাককে গোপনে বিয়ে! জল্পনার মাঝেই মুখ খুললেন তামান্না
কোহলির সঙ্গে পুরনো প্রেমের জল্পনা নিয়ে কী বললেন তামান্না?
দক্ষিণী হোক কিংবা বলিউড, তামান্না ভাটিয়ার রূপে মুগ্ধ আসমুদ্র হিমাচল। বিজয় বর্মার সঙ্গে প্রেম ভাঙার পর আপাতত 'বলি ডিভা' সিঙ্গল।
কিন্তু আচমকাই নেটপাড়ার রটনা পাকিস্তানি ক্রিকেটার আবদুল রজ্জাকের সঙ্গে নাকি তাঁর বিয়েই হয়ে গিয়েছে। আবার একসময় তো বিরাট কোহলির সঙ্গে তামান্নার মুচমুচে প্রেমকাহিনি নিয়ে প্রচুর চর্চা ছিল। কোনটা সত্যি আর কোনটা মিথ্যা? মুখ খুললেন তামান্না নিজেই।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে তামান্না সমস্ত গুজবই উড়িয়ে দিয়েছেন। এই ধরনের রটনা শুধু তাঁর জন্য নয়, বাকিদের জন্যও অস্বস্তির। কিন্তু কীভাবে এই রটনার সূত্রপাত?
২০২০ সালে একটি গয়নার দোকানে আবদুল রজ্জাকের সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল। পাঁচ বছর পর সেই ছবি ভাইরাল। শুধু ভাইরাল হলে তবু একরকম কথা ছিল। এমন রটনাও রটেছে যে, গোপনে নাকি তাঁরা বিয়েও করে নিয়েছেন।
এই ধরনের 'ভুয়ো খবর' নিয়ে অসন্তুষ্ট তামান্না। তিনি বলেন, "মজা করতে করতে শেষ পর্যন্ত আবদুল রজ্জাক। ইন্টারনেট খুব মজার জায়গা। নেটিজেনদের মতে, আমার তো রজ্জাকের সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে।"
তারপরই প্রাক্তন পাক ক্রিকেটারের কাছে ক্ষমা চেয়ে নেন তামান্না। তিনি বলেন, "আমি খুবই দুঃখিত স্যর। আপনার দু-তিনটে সন্তান আছে। আপনার জীবন কীরকম আমি জানি না। কিন্তু এই ধরনের রটনা সত্যিই অস্বস্তির।"
এ তো গেল রটনা। তবে কিছু ঘটনাও আছে। ২০১২ সালে বিরাট কোহলির সঙ্গে একটি বিজ্ঞাপনী শুট করেন। তারপরই জল্পনা ছিল, দুজনে হয়তো ডেট করছেন। যদিও এই নিয়ে পরে কেউ মুখে খোলেননি। কোহলি তখন উঠতি তারকা। আর তামিল-তেলুগু সিনেমার পর বলিউডেও তখন পা রাখার মুখে ছিলেন তামান্না।
কিন্তু সত্যিই কি সম্পর্ক ছিল তাঁদের? তামান্না বলছেন, "আমার খুব খারাপ লাগে। কারণ, আমার সঙ্গে বিরাটের মাত্র একদিনই দেখা হয়েছিল। তারপর ওর সঙ্গে আমার আর দেখাই হয়নি। না আমি ওর সঙ্গে কথা বলেছি, না কখনও দেখা করেছি।"
বিজয় বর্মার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল তামান্নার। এমনকী বিয়েও নাকি ঠিক হয়ে গিয়েছিল। ‘লাস্ট স্টোরি ২’ ছবিতেও তামান্না-বিজয়ের উষ্ণ রসায়ন নিয়ে কম চর্চা হয়নি। তবে চলতি বছরের মার্চেই তাঁদের প্রেম ভাঙে।
পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় তাদের এই প্রশ্ন ছুঁড়ে দেওয়ার পর সুপারস্টার দেব বলেন, “আমি তো করেই দিয়েছি প্রথম দিনে।” শুভশ্রীর উদ্দেশ্যে দেব বলেন, “এবার তো ওর পালা। তাই আমি এখন গাইতে পারি কবে আইবে আমার পালা রে।” এর উত্তরে শুভশ্রী বলেন, “দেবকে অ্যাফোর্ড করার মতো আমার ক্ষমতা নেই, ও মেগাস্টার।” দর্শকাসন থেকে এক ভক্ত তখন মন্তব্য করে “দেব দা বিনামূল্যেই করবে” উত্তরে দেব হেসে বলেন, “বিনামূল্যে না। আমি ঠিক বুঝে নেবো। তুমি শুধু ছবিটা নিয়ে ভাবো।” (ছবি: ব্রতীন কুণ্ডু )।
Published By: Arpan DasPosted: 08:03 PM Aug 04, 2025Updated: 09:44 PM Aug 04, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
