Advertisement
ইউরিক অ্যাসিড বেড়েছে কিনা কীভাবে বুঝবেন? জেনে নিন এই ৬টি লক্ষণ
আগে থেকে সতর্ক হোন।
ইউরিক অ্যাসিডের সমস্যা আজকাল ঘরে ঘরে দেখা দিচ্ছে। শুধু বয়স্করা নয়। কম বয়েসি ছেলেমেয়েরাও এই সমস্যায় আক্রান্ত। রক্তে এই উপাদান কোনও কারণে মাত্রা ছাড়িয়ে গেলেই বিপদ। তখন গাঁটে গাঁটে জমা হতে থাকে ইউরিক অ্যাসিড। এমনকী তা সরাসরি কিডনিতে পৌঁছে গিয়েও ছোট ছোট স্টোনে জমাট বাঁধতে পারে। আর তার জেরেই তৈরি হয় নানা শারীরিক সমস্যা।
একজন প্রাপ্তবয়স্কের শরীরে ইউরিক অ্যাসিডের স্বাভাবিক মাত্রা ২.৭ থেকে ৭ মিলিগ্রাম পর্যন্ত হতে পারে। ইউরিক অ্যাসিড আমাদের লিভারে উৎপন্ন হয়ে কিডনিতে পরিস্রুত হওয়ার পর প্রস্রাবের মাধ্যমে দেহ থেকে বেড়িয়ে যায়। কিন্তু কোনও কারণে অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেলে দেখা যায় বেশ কিছু শারীরিক লক্ষণ। কী সেই লক্ষণগুলি? আসুন, জেনে নেওয়া যাক।
শরীরে ইউরিক অ্যাসিড বাড়লে জয়েন্টের ব্যথা দেখা দেয়। অস্থিসন্ধিতে তীব্র ব্যথা অনুভূত হতে থাকে। গোড়ালি, হাঁটু বা আঙুলের গাঁটে গাঁটে ব্যথা হয়। রাতের দিকে এই ব্যথা আরও বেড়ে যায়।
কোনও কোনও ক্ষেত্রে ব্যথা নাও থাকতে পারে। তবে হাতের আঙুল, কুনুই বা পায়ের হাঁটু ফুলে যায়। ফোলা স্থান লাল ও চকচকে দেখায়। তাই শরীরের কোনও স্থান হঠাৎ করে ফুলে গেলে আগে থেকে সাবধান হোন।
রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে প্রস্রাবের বেগও বাড়ে। এমনকী মূত্রের বর্ণের পরিবর্তন দেখা দিতে পারে। ইউরিক অ্যাসিড মাত্রাতিরিক্ত বেড়ে গেলে মূত্রের সঙ্গে রক্তপাত ঘটার সম্ভাবনা দেখা দেয়।
কোনও কারণ ছাড়াই হঠাৎ করে ভীষণ ক্লান্তি শুরু হয়। পর্যাপ্ত ঘুমের পরেও যদি আপনি ক্লান্তিতে ভোগেন, তাহলে সাবধান হোন।
দেহের পেশি শক্ত হয়ে ওঠে। ফলে শরীরের বিভিন্ন স্থানে ব্যথা দেখা দেয়। আপনার যদি ঘন ঘন কোমর, গোড়ালি কিংবা পিঠ ব্যথা করতে থাকে, সেক্ষেত্রে সাবধান হওয়া উচিত।
Published By: Buddhadeb HalderPosted: 04:18 PM Jul 31, 2025Updated: 04:18 PM Jul 31, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
