Advertisement
ঋতুপর্ণা, পরমব্রত কিংবা পাওলি, টলিপাড়ার এই তারকাদের ডাক নাম জানেন?
টলিউডের কোন অভিনেতা-অভিনেত্রীর ডাক নাম কী জেনে নিন।
'বুম্বা', চুমকি, পাও-চেনেন এদের? কী ভাবছেন এরা কারা? এদের প্রত্যেককেই আমরা চিনি। এরা আর কেউ নন, টলিউডের তারকা। কিন্তু এই নামে টলিউডে কোনও তারকা নেই সেটাই ভাবছেন তো? তাহলে বলে রাখি। এগুলো সবই ডাকনাম। টলিউডের কোন অভিনেতা-অভিনেত্রীর ডাক নাম কী জেনে নিন।
বাংলা ছবির আরও এক স্বনামধন্য অভিনেত্রী পাওলি দাম। ইন্ডাস্ট্রির বাইরে, কাছের মানুষদের কাছে তিনি পরিচিত পাও নামেই।
টলিউডের আরও এক স্বনামধন্য অভিনেত্রী দেবশ্রী রায়। এই নামের পাশাপাশি তাঁর একটি ডাক নামও রয়েছে, আর তা হল রুমকি।
টলিউডের লেডি সুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর অভিনয় দর্শককে বারবার নতুন কিছু উপহার দিয়েছে। এহেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ডাক নাম পুটাই।
টলিউডের স্বনামধন্য অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। যদিও তাঁর ডাক নাম কমবেশি সকলেই জানেন। শুধু তাই নয়, ইন্ডাস্ট্রির অনেকেই তাঁকে ডাক নামেই ডাকেন। শাশ্বত চট্টোপাধ্যায়ের ডাক নাম অপু।
Published By: Arani BhattacharyaPosted: 06:44 PM Dec 10, 2025Updated: 07:21 PM Dec 10, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
