Advertisement
বিদেশে বা ভিন রাজ্যেই সময় কাটে এই বঙ্গললনার, রইল অভিনেত্রীর নানা রঙের বোল্ড লুক
বোল্ড লুকে এই বঙ্গললনাকে দেখলে ঘায়েল হবেন। দেখে নিন ছবি।
অভিনেত্রী ত্রিধা চৌধুরী। বঙ্গললনার রূপের জাদুতে মুগ্ধ নেটিজেনরা। কাজ হোক বা সোশাল মিডিয়ায় সক্রিয় থাকা সব বিষয়েই ত্রিধা বেশ পারদর্শী।
তবে কলকাতার মেয়ে হলেও কলকাতাতে যে তাঁর খুব একটা দেখা মেলে এমনটা নয়। বেশিরভাগ সময়টাই তাঁর কাটে ভিন রাজ্যে বা বিদেশে।
কাজের সূত্রেই হোক বা বেড়াতে গিয়ে নিজের জীবনের প্রতিতা সুন্দর মুহূর্ত নিজের অনুরাগীদের সঙ্গে সোশাল মিডিয়ার মাধ্যমে ভাগ করে নিতে ভোলেন না অভিনেত্রী।
সৃজিত মুখোপাধ্যায়ের 'মিশর রহস্য' ছবিতে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে হাতেখড়ি হয়েছিল ত্রিধার। এরপর মুম্বইতে চুটিয়ে কাজ করেছেন ত্রিধা।
Published By: Arani BhattacharyaPosted: 10:14 PM Jun 14, 2025Updated: 10:14 PM Jun 14, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
