Advertisement
দিঘার জগন্নাথধামে সকলকে আহ্বান মমতার, সাধারণের জন্য খুলল দ্বার, রইল মন্দিরের অ্যালবাম
মন্দিরের ছত্রে ছত্রে রয়েছে শৈল্পিক নির্দশন।
প্রতিক্ষার অবসান! অক্ষয় তৃতীয়ার মাহেন্দ্রক্ষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দ্বার উদঘাটন হল দিঘার জগন্নাথ মন্দিরের। বিশ্ব মানচিত্রে নতুন রূপে উঠে এল সৈকত শহর দিঘা।
প্রাণপ্রতিষ্ঠার পর বুধবার দুপুরে জন সাধারণের জন্য খুলে দেওয়া হল মন্দির। পুরীর শ্রীক্ষেত্রের আদলে এই মন্দিরে রয়েছে অশ্বদ্বার, ব্যাঘ্রদ্বার, মূল প্রবেশ দ্বার-সহ মোট ৪টি দ্বার। রয়েছে লক্ষ্মীমন্দির, ভোগশালা।
দিঘার মন্দিরে মূল বিগ্রহটি নিম কাঠের তৈরি। সঙ্গে রয়েছে পাথরের জগন্নাথদেবও। মন্দিরে সোনার ঝাড়ু দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মন্দিরের মাথায় রয়েছে শ্রী চক্র। জানা গিয়েছে, পুরী থেকে আসা বিভূতি ছাড়াও অজয় নায়েক-সহ তিনজন ধ্বজা উত্তোলকের কাজ করবেন দিঘার মন্দিরে।
মন্দিরের ছত্রে ছত্রে রয়েছে শৈল্পিক নির্দশন। পাথরে খোদাই করে বানানো হয়েছে নিদর্শনগুলি। এছাড়াও মন্দিরের মধ্যে ৫০০টি বৃক্ষ রোপণ করা হয়েছে।
রাজস্থানের গোলাপি বেলেপাথর দিয়ে মন্দির তৈরি করা হয়েছে। ৮০০ জন দক্ষ কারিগর দিন-রাত কাজ করে গিয়েছেন এই রূপ দিতে।
Published By: Subhankar PatraPosted: 05:24 PM Apr 30, 2025Updated: 06:03 PM Apr 30, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
