Advertisement
এবার কেকেআরে 'বাহুবলি' সাংসদের ছেলে, নায়কোচিত চেহারার এই নাইটকে চেনেন?
সোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয় নতুন নাইট তারকা।
আইপিএলের মিনি নিলামে সবচেয়ে সক্রিয় ছিল কেকেআর। ক্যামেরন গ্রিন, মাথিশা পাথিরানা, মুস্তাফুজির রহমানদের মতো তারকাদের ভিড়েও তুলনায় বেশ কিছু অখ্যাত বা অনভিজ্ঞ তারকাদের দলে ভিড়িয়েছে নাইটরা।
তেমনই একজনের নাম সার্থক রঞ্জন। সার্থক জন্মসূত্রে বিহারী হলেও থাকেন দিল্লিতে। খেলেনও দিল্লির হয়েই। সার্থক ডানহাতি পাওয়ার হিটার। সঙ্গে অফ ব্রেক বোলিং করেন। দিল্লির হয়ে ইদানিং বেশ নাম করেছেন।
এ পর্যন্ত আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেটে কোনও ম্যাচ খেলা হয়নি ২৯ বছর বয়সি অলরাউন্ডারের। তবে সম্প্রতি দিল্লির হয়ে বেশ নজরকাড়া পারফরম্যান্স রয়েছে তাঁর।
২০২৬ মিনি নিলামে সার্থককে দলে নিয়েছে কেকেআর। তাঁর বেস প্রাইস ছিল ৩০ লক্ষ। ওই বেস প্রাইসেই অলরাউন্ডারকে দলে নিয়েছে নাইটরা। এই প্রথম আইপিএলে দল পেলেন সার্থক।
আন্দ্রে রাসেল অবসর নেওয়ায় নাইটদের লোয়ার অর্ডারে শূন্যস্থান তৈরি হয়েছে। সেই শূন্যস্থান পূরণের জন্য একাধিক তরুণকে সই করিয়েছেন নাইটরা। সার্থককেও সেই উদ্দেশেই কেনা। দেখতে হবে তিনি খেলার সুযোগ পান কিনা।
সার্থকের আরও একটি পরিচয় আছে। তিনি বিহারের বাহুবলি সাংসদ রাজীব রঞ্জন অর্থাৎ পাপ্পু যাদবের ছেলে। পাপ্পু পূর্ণিয়ার সাংসদ। কংগ্রেসের সঙ্গে যুক্ত। তবে জিতেছিলেন নির্দল হিসাবে। এলাকায় বাহুবলি হিসাবে খ্যাতি রয়েছে তাঁর।
Published By: Subhajit MandalPosted: 08:23 PM Dec 16, 2025Updated: 08:23 PM Dec 16, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
