Advertisement
World Cup 2023: এ দেখাই শেষ দেখা নয় তো! বিশ্বকাপের মঞ্চে শেষবার দেখা যাবে যাঁদের
দেখে নিন সেই তারকাদের।
রোহিত শর্মা: এবারের বিশ্বকাপই হয়তো শেষ বিশ্বকাপ রোহিত শর্মার। ২০১৯ সালের বিশ্বকাপে হিটম্যান সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। এবারের বিশ্বকাপে নেতৃত্বের আর্মব্যান্ড রোহিতের উপরে। তাঁর দিকেই নজর সবার। রোহিত অবশ্য অবসরের কথা ঘোষণা করেননি। কিন্তু আমজনতার অনুমান এটাই শেষ বিশ্বকাপ রোহিতের।
ডেভিড ওয়ার্নার: ২০১৫ এবং ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের হয়ে প্রতিনিধিত্ব করেন ওয়ার্নার। ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সর্বোচ রান সংগ্রাহকের নাম ডেভিড ওয়ার্নার। চলতি বছরের গোড়ার দিকে অবসরের ইঙ্গিত দিয়েছেন ওয়ার্নার।
স্টিভ স্মিথ: বিশ্বকাপের গত তিনটি সংস্করণে স্টিভ স্মিথকে দেখা গিয়েছে। ২০১৫ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছিল। সেবার উল্লেখযোগ্য পারফরম্যান্স করেছিলেন স্মিথ। এবারের বিশ্বকাপই হয়তো স্মিথের শেষ বিশ্বকাপ।
কেন উইলিয়ামসন: ঠান্ডা মাথার অধিনায়ক কেন উইিলয়ামসন। তাঁর নেতৃত্বে নিউজিল্যান্ড ক্রিকেট এক অন্য উচ্চতায় পৌঁছেছে সম্প্রতি। ২০১৯ বিশ্বকাপে অল্পের জন্য রানার্স হয় কিউয়িরা। এবার হয়তো শেষ সুযোগ পাচ্ছেন উইলিয়ামসন। এটাই হয়তো তাঁর শেষ বিশ্বকাপ।
জো রুট: ফ্যাব ফোরের মধ্যে তাঁকে রাখা হয়। আগামী বিশ্বকাপের সময়ে তাঁর বয়স হবে ৩৭-এর কাছাকাছি। টেস্ট ফরম্যাটে খেলার দিকে বেশি নজর দিচ্ছেন রুট। একাধিক টি-টোয়েন্টি লিগে খেলতে দেখা যায় তাঁকে।
বেন স্টোকস: বেন স্টোকস ছিলেন বলেই লর্ডসের সেই ঐতিহাসিক ফাইনালের পরে কাপ জিততে পেরেছিল ইংল্যান্ড। আবার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনিই শেষ পর্যন্ত টিকে থেকে ইংল্যান্ড টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন করেন। অবসর ভেঙে ওয়ানডেতে ফিরেছেন স্টোকস। এই বিশ্বকাপই ইংল্যান্ডের তারকার শেষ বিশ্বকাপ, তা বলে দেওয়াই যায়।
গ্লেন ম্যাক্সওয়েল: ২০১৫ সালের বিশ্বজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। সব অর্থেই ম্যাচ উইনার তিনি। এবারের বিশ্বকাপই হয়তো শেষ বিশ্বকাপ হতে চলেছে মারমুখী ব্যাটিংয়ের অধিকারী ম্যাক্সওয়েলের। ২০২৭ সালের বিশ্বকাপে তাঁকে হয়তো দেখা যাবে না।
শাকিব আল হাসান: অন্যতম সেরা অলরাউন্ডার। ২০১৯ বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। প্রথম কোনও বাংলাদেশি ব্যাটার হিসাবে এক বিশ্বকাপে ৬০০ রান করার নজির রয়েছে শাকিবের নামের পাশে। এবারের বিশ্বকাপেও নেতৃত্বের আর্মব্যান্ড তাঁর হাতে। আগামী বিশ্বকাপে তাঁকে আর দেখা যাবে না হয়তো।
রবিচন্দ্রন অশ্বিন: শেষ মুহূর্তে এবারের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন ভারতের তারকা অফ স্পিনার। তিনি নিজেও বিস্মিত হয়েছেন বলে জানিয়েছিলেন। আগামী বিশ্বকাপে আর দেখা যাবে না অশ্বিনকে।
ট্রেন্ট বোল্ট: তাঁর একটা স্পেল ভারতের ফাইনালে পৌঁছনোর স্বপ্ন শেষ করে দিয়েছিল। ৩৪ বছর বয়সি বোল্ট বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলছেন। একাধিক সিরিজে নিউজিল্যান্ডের হয়ে খেলতে দেখা যায়নি বোল্টতে। কিন্তু বিশ্বকাপের ঠিক আগে ফিরে এসেছেন ব্ল্যাক ক্যাপস শিবিরে। এই বিশ্বকাপই তাঁর হয়তো শেষ বিশ্বকাপ। যাবার আগে রাঙিয়ে দিতে চাইবেন মেগা ইভেন্ট।
Published By: Krishanu MazumderPosted: 05:09 PM Oct 03, 2023Updated: 01:17 PM Oct 04, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
