shono
Advertisement

ছোটা রাজনকে খুনের ছক তিহারে

অন্ধকার জগতের আর এক খলনায়ক দাউদ ইব্রাহিমের সঙ্গীরা যে কোনও মুহূর্তে তাকে টার্গেট করতে পারে৷ এই আশঙ্কাটা চলছিলই৷ এবার হাতেনাতে তার প্রমাণও মিলল৷ ছোটা রাজনকে হত্যার চেষ্টায় গাজিয়াবাদ এবং নয়ডা থেকে চার সন্দেহভাজনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ৷ The post ছোটা রাজনকে খুনের ছক তিহারে appeared first on Sangbad Pratidin.
Posted: 11:04 PM Jun 10, 2016Updated: 05:34 PM Jun 10, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যার সামান্যতম অঙ্গুলিহেলনে একের পর এক লাশ পড়েছে, সেই ছোটা রাজন এখন আতঙ্কিত!
অন্ধকার জগতের আর এক খলনায়ক দাউদ ইব্রাহিমের সঙ্গীরা যে কোনও মুহূর্তে তাকে টার্গেট করতে পারে৷ এই আশঙ্কাটা চলছিলই৷ এবার হাতেনাতে তার প্রমাণও মিলল৷ ছোটা রাজনকে হত্যার চেষ্টায় গাজিয়াবাদ এবং নয়ডা থেকে চার সন্দেহভাজনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ৷ রোজার রবিনসন, জুনেইদ, ইউনুস, মণীশ নামে এই চার দুষ্কৃতী সুপারি কিলার৷ পুলিশ জানিয়েছে, এরা সম্ভবত দাউদের নির্দেশেই গোটা অপারেশন চালাচ্ছিল৷

Advertisement

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই তিহার জেলে বন্দি রাজনের ব্যাপারে খোঁজখবর রাখছিল তারা৷ তাদের পরিকল্পনায় ছিল জেলের মধ্যেই বিষ দিয়ে রাজনকে খুন করার৷ সেজন্য প্রথমে তিহার জেলে ঢোকার ছক তৈরি করে ফেলেছিল৷ কিন্তু শেষ মুহূর্তে সব ভেস্তে যায়৷ রাজনের এক জনৈক সহচর এই কাজে তাদের সাহায্য করছিল বলে তদন্তকারীদের অনুমান৷ বিভিন্ন অজানা গোপন খবর সেই তাদের কাছে পাচার করেছিল৷ কিন্তু এখনও ছোটা রাজনের সেই অনুগামীর নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ৷ তবে প্রাথমিকভাবে তাদের অনুমান, রাজন-ঘনিষ্ঠ ওই সহচরের কাছ থেকে রীতিমতো টাকা দিয়ে সব তথ্য তারা সংগ্রহ করেছিল৷ ফোনে প্রতিটি মুহূর্তের আপডেট নিত৷ সম্প্রতি ওই সহচরের পারিবারিক সদস্যের পরিচয় দিয়ে জেলে রাজনের সঙ্গে ইউনুস দেখা করেছিল বলেও পুলিশ জানিয়েছে৷ গাজিয়াবাদে ইউনুসের বাড়ি৷ তার বাড়ি থেকেই গোটা পরিকল্পনার ব্লু-প্রিন্ট তৈরি করা হয়েছিল৷ পাশাপাশি মণীশের নয়ডার বাড়িতেও কয়েকদিন আগে এই চারজন দুষ্কৃতী জড়ো হয়েছিল৷

The post ছোটা রাজনকে খুনের ছক তিহারে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement