সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় প্রতারণার ফাঁদ। অনলাইন স্ক্য়ামারদের চক্রে পা দিয়ে লক্ষ লক্ষ অর্থ খোয়ালেন এক যুবতী! শুধুমাত্র ইউটিউব ভিডিও লাইক করতেই সাফ হয়ে গেল ব্যাংক অ্যাকাউন্ট!
সোশ্যাল মিডিয়ায় পার্ট টাইম চাকরির লোভ দেখিয়ে অনেককেই আকৃষ্ট করার চেষ্টা করছে একদল স্ক্যামার। খুব সহজ কাজের বিনিময়ে মোটা অঙ্কের অর্থ উপার্জনের লোভ দেখানো হচ্ছে তাঁদের। প্রথমে অনলাইনে তাঁদের বিশ্বাস জেতার চেষ্টা করা হয়। আর সেই বিশ্বাসে ভর করেই লক্ষ লক্ষ টাকা লগ্নি করেন অনেকে। এরপর যখন অনেকটা অর্থ জমে যায়, তখনই সব টাকা হাতিয়ে উধাও হয়ে যায় স্ক্যামাররা। সম্প্রতি এমন একাধিক খবর উঠে এসেছে শিরোনামে। তবে এবার সব মিলিয়ে ৩৩ লক্ষ টাকা খোয়ালেন পুণের এক মহিলা।
[আরও পড়ুন: মালদহে স্কুল চলাকালীনই পিস্তল উঁচিয়ে ক্লাসরুমে ঢুকল ব্যক্তি! আতঙ্কে পড়ুয়ারা]
কীভাবে চাকরি দেওয়ার নামে ফাঁদে ফেলে এই স্ক্যামাররা? একটি মেসেজিং অ্যাপে প্রথমে মেসেজ পাঠানো হয়। সেখানেই বাড়ি বসে কাজ করে আয়ের উপায় বাতলে দেওয়া হয়। অল্প সময়ে বেশি আয়ের আদর্শ দিশা দেখানো হয়! চাকরি সংক্রান্ত নানা প্রশ্ন নিয়ে মেসেজ প্রাপক সেই প্রাপ্ত ফোন নম্বরে ফোন করেন। ফোনেও খুব ভাল ভাবে বিষয়টি বোঝানো হয়। কী কাজ করতে হবে? কিছু ইউটিউব ভিডিও (YouTube) লাইক করলেই চলবে। এমন লোভনীয় প্রস্তাবে পার্ট টাইম চাকরি করতে রাজি হয়ে যান অনেকেই। চাকরিতে যোগ করে প্রথমে টাকাও পান তাঁরা। এরপর কর্মীদের বলা হয়, স্ক্যামারদের ক্রিপ্টোকারেন্সিতে লগ্নি করলে আয়ের পরিমাণ আরও বাড়বে। অতিরিক্ত আয়ের আশায় সেখানে লগ্নি করতেই ঘটে অঘটন।
পুণের মহিলার ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। যখন তিনি ঠিক করেন ক্রিপ্টোকারেন্সির অর্থ তুলবেন, তখনই তাঁর কাছে অতিরিক্ত ৩০ লক্ষ টাকা চাওয়া হয়। তিনি তা দিতে অস্বীকার কর। তারই বুঝতে পারেন, প্রতারণায় পা দিয়েছেন তিনি। কারণ ততক্ষণে সব অর্থ খুইয়েছেন মহিলা। তাই এ ধরনের মেসেজ তাড়াতাড়ি ভরসা না করারই পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা।