shono
Advertisement

Breaking News

‘ভারতে মুসলিমরা নিরাপত্তার অভাব বোধ করলে…’, ভাইরাল রণদীপ হুডার পোস্ট

কেন মুসলিমদের নিরাপত্তা নিয়ে চিন্তিত অভিনেতা? কী পরামর্শ তাঁর? The post ‘ভারতে মুসলিমরা নিরাপত্তার অভাব বোধ করলে…’, ভাইরাল রণদীপ হুডার পোস্ট appeared first on Sangbad Pratidin.
Posted: 02:59 PM May 28, 2017Updated: 09:29 AM May 28, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনু নিগম, অভিজিৎ, পরেশ রাওয়ালের পর এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বলিউড অভিনেতা রণদীপ হুডার একটি পোস্ট৷ ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে দেশ জুড়ে বিতর্কের মধ্যে কী করে ভাল থাকতে হবে, এবার সেই বিষয়ে টোটকা দিলেন ৪০ বছরের এই বলিউড অভিনেতা৷ তাঁর মতে, ভারত বিশ্বের মধ্যে এমন এক অপূর্ব দেশ যেখানে সব সম্প্রদায়ের মানুষ পাশাপাশি, সুখে বসবাস করছেন৷ একবার সোশ্যাল মিডিয়া ছেড়ে বেরিয়ে এসে বাস্তবের চারপাশে তাকিয়ে দেখতে হবে৷ হাত বাড়িয়ে দিতে হবে৷ এই দেশেই মিলবে সব ধর্ম, সম্প্রদায়ের বন্ধু৷

Advertisement

[‘ছেলেদের মধ্যে প্রথম কে?’ প্রশ্ন ঘুরিয়ে দিল অণ্বেষা-রক্ষারা]

পোস্টটি শুরু হচ্ছে এইভাবে, “আপনি যদি মুসলিম হন…আর আচমকাই যে দেশে গত এক হাজার বছর ধরে রয়েছেন, সেখানেই আপনি নিরাপত্তার অভাব বোধ করেন তাহলে….একটাই কাজ করুন- সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন৷ খবর দেখবেন না৷ ধর্মীয় বিষয়নির্ভর যে কোনও বিতর্ক থেকে দূরে থাকুন৷ একবার তাকিয়ে দেখুন আপনার আশেপাশে৷ আপনার বন্ধুদের দিকে তাকিয়ে দেখুন যাঁরা ভিন্ন ধর্ম,সম্প্রদায় ও জাতির৷ আর তাহলেই আপনি বুঝতে পারবেন আপনি বিশ্বের মধ্যে এক সেরা দেশে বসবাস করছেন৷”

কিন্তু ঠিক কোন বিষয় এতটা নাড়া দিল অভিনেতাকে? সেই ইঙ্গিতও নিজের ফেসবুক পোস্টের নিচে কমেন্টে দিয়েছেন রণদীপ৷ সম্প্রতি দুই গোষ্ঠীর বিবাদে রণক্ষেত্র হয়ে উঠেছে উত্তরপ্রদেশের সাহারানপুর৷ গন্ডগোলের সূত্রপাত কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাওয়া একটি ভুয়ো মেসেজ থেকেই৷ শুধু সাহারানপুরে নয়, দেশের বিভিন্ন প্রান্তে এমনকী এই রাজ্যেও সম্প্রতি ভুয়ো হোয়াটসঅ্যাপ মেসেজকে কেন্দ্র করে বারবার সংঘর্ষের খবর এসেছে৷ এই প্রবণতাই মেনে নিতে পারছেন না রণদীপ হুডা৷ তাঁর মতে, কোথাও কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলেও সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে৷ আর এতেই নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ৷

[২৪ ঘণ্টার মধ্যেই কাশ্মীরে ফের বন্ধ ইন্টারনেট পরিষেবা]

 

[প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে থমথমে সাহারানপুরে রাহুল, তোপ বিজেপিকে]

The post ‘ভারতে মুসলিমরা নিরাপত্তার অভাব বোধ করলে…’, ভাইরাল রণদীপ হুডার পোস্ট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement