shono
Advertisement

সার্ভিস চার্জে ছাড়, ক্রেডিট কার্ডের সুদ কমাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক

ক্যাশলেস লেনদেনে উৎসাহ জোগাতে নয়া পদক্ষেপ কেন্দ্রের... The post সার্ভিস চার্জে ছাড়, ক্রেডিট কার্ডের সুদ কমাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক appeared first on Sangbad Pratidin.
Posted: 05:18 PM Feb 04, 2017Updated: 11:48 AM Feb 04, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাশলেস লেনদেনে আরও উৎসাহ জোগাতে এবার নয়া পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাঙ্ক৷ এবার থেকে সার্ভিস চার্জ ধার্য করার সিদ্ধান্ত ব্যাঙ্কগুলির উপরেই ছাড়ল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ শুক্রবার লোকসভায় এই কথা জানিয়েছেন অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সন্তোষ কুমার গাংগওয়ার৷

Advertisement

(এবার অনলাইনে সব লেনদেনই ফ্রি করছে রিজার্ভ ব্যাঙ্ক)

আরবিআই সিদ্ধান্ত নিয়েছে, আগামী মার্চ মাস পর্যন্ত কোনও ব্যাঙ্ক গ্রাহকদের কাছ থেকে ১০০০ টাকা পর্যন্ত লেনদেনের জন্য কোনও লেভি নিতে পারবে না৷ তবে লেনদেন করতে হবে আইএমপিএস, ইউএসএসডি, ইউপিআই মারফত৷ ছাড় দেওয়া হয়েছে রুপে কার্ডের সুইচিং ফি-এর উপরেও৷ এছাড়াও ডেবিট, ক্রেডিট বা অন্যান্য পেমেন্ট কার্ড মারফত ২০০০ টাকা পর্যন্ত যে কোনও লেনদেনেও কোনও সার্ভিস চার্জ দিতে হবে না৷

(পেমেন্ট ব্যাঙ্ক খুলছে Paytm, মিলল রিজার্ভ ব্যাঙ্কের ছাড়পত্র)

পাশাপাশি, ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেটও ব্যাঙ্কগুলিই ঠিক করতে পারবে বলেও জানানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফে৷ আরবিআইয়ের নির্দেশিকা মেনে ব্যাঙ্কের শীর্ষ কর্তারাই ক্রেডিট কার্ডের বকেয়া টাকার উপরে ইন্টারেস্ট রেট ধার্য করতে পারবেন৷

(জানেন, নয়া নোট ছাপাতে কত খরচ হচ্ছে রিজার্ভ ব্যাঙ্কের?)

The post সার্ভিস চার্জে ছাড়, ক্রেডিট কার্ডের সুদ কমাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement