shono
Advertisement
Jio

সাবস্ক্রিপশনের প্রয়োজনই নেই, এই রিচার্জে বিনামূল্যে উপভোগ করতে পারবেন JioHotstar

ব্যাপারটা ঠিক কী?
Published By: Tiyasha SarkarPosted: 03:17 PM Feb 19, 2025Updated: 04:00 PM Feb 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যই পথচলা শুরু করেছে দেশের সব থেকে বড় ওটিটি প্ল্যাটফর্ম জিও হটস্টার। ইতিমধ্যেই অনেকে এর সাবস্ক্রিপশন নিয়েছেন। কেউ আবার নেওয়ার চিন্তাভাবনা করছেন। কিন্তু জানেন কি জিও ব্যবহারকারীদের জন্য এত ঝক্কির দরকারই নেই? স্রেফ রিচার্জে বদল আনলেই বিনামূল্যেই উপভোগ করতে পারবেন জিও হটস্টারের যাবতীয় কনটেন্ট।

Advertisement

৯৪৯ টাকার প্ল্যান- যদি ৯৪৯ টাকার রিচার্জ করেন তাহলে জিও হটস্টারের জন্য আলাদা করে একটি টাকাও খরচ করতে হবে না। ৮৪ দিনের এই প্ল্যানে আরও পাবেন আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ টি করে মেসেজ। এখানেই শেষ নয়, প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেটও পাবেন। এছাড়া জিও ক্লাউড তো রয়েইছে।

আসুন দেখে নেওয়া যাক জিও হটস্টারের সাবস্ক্রিপশন প্ল্যানগুলো

১. ১৪৯ টাকার রিচার্জে তিনমাস ব্যবহার করতে পারবেন জিও হটস্টার। কিন্তু তা শুধুমাত্র মোবাইলে। তবে এটি অ্যাড ফ্রি নয়। গোটা বছরের জন্য খরচ করতে হবে ৪৯৯ টাকা।

২. যদি অ্যাড ফ্রি কনটেন্টের মজা নিতে চান তাহলে খরচ করতে হবে একটু বেশি। সেক্ষেত্রে মাসে দিতে হব ৪৯৯ টাকা, বছরে লাগবে ১৪৯৯ টাকা। একসঙ্গে ৪ টি ডিভাইসে লগ ইন করার সুবিধাও পাবেন।

৩. বিজ্ঞাপন থাকলেও তার সঙ্গে একই সঙ্গে একাধিক ডিভাইসে চলবে এমন রিচার্জও রয়েছে। তার জন্য মাসে খরচ ২৯৯ টাকা। বছরে গুণতে হবে ৮৯৯ টাকা। তাহলে দেরি না করে এখনই রিচার্জ করে ফেলুন আপনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সদ্যই পথচলা শুরু করেছে দেশের সব থেকে বড় ওটিটি প্ল্যাটফর্ম জিও হটস্টার।
  • ইতিমধ্যেই অনেকে এর সাবস্ক্রিপশন নিয়েছেন। কেউ আবার নেওয়ার চিন্তাভাবনা করছেন।
  • জানেন স্রেফ রিচার্জে বদল আনলেই বিনামূল্যেই উপভোগ করতে পারবেন জিও হটস্টারের যাবতীয় কনটেন্ট।
Advertisement