সুপর্ণা মজুমদার: তুলনা দিয়ে শুরু করা যাক। বিদ্যা দুর্গা হয়ে উঠতে পেরেছিলেন, কিন্তু রাধিকা দুর্গা হয়ে বিদ্যা হতে পারলেন না। ‘কাহানি’ সিনেমার বিদ্যা বাগচী হয়ে মিলিন্দ দামজিকে নাস্তানাবুদ করেছিলেন বিদ্যা বালান। টানটান উত্তেজনায় পূর্ণ ছিল সে ছবি। তবে ‘মিসেস আন্ডারকভার’ সিনেমায় রাধিকা আপ্তে (Radhika Apte) ‘কমন ম্যান’-এর মুখোমুখি হয়ে কিস্তিমাত করতে পারলেন না।
এবারে দুষ্টের দমনের পাশাপাশি কমেডির ছোঁয়াও রয়েছে। কিন্তু থ্রিলারের টান নেই।
কলকাতাতেই ‘মিসেস আন্ডারকভার’ (Mrs Undercover) সিনেমার শুটিং করেছেন পরিচালক অনুশ্রী মেহতা। এই শহরেরই গৃহবধূ দুর্গাকে (রাধিকা) কেন্দ্র করে শুরু হয় গল্প। স্বামী, সন্তান, শ্বশুর, শাশুড়ি নিয়ে দুর্গার সংসার। হাউসওয়াইফরা যে কতটা সাধারণ তা বারবার তাকে বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু এই দুর্গাই আবার স্পেশ্যাল এজেন্ট। আর তাঁকে ধরতে হবে সিরিয়াল কিলার ‘কমন ম্যান’কে (সুমিত ব্যাস)।
[আরও পড়ুন: চোখে চশমা, হাতে ফণাধারী সাপ, ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’র ফার্স্টলুকে চমকে দিলেন দেব]
কমেডির মোড়কে সাজানো হয়েছে ছবি। কিন্তু তাতেও কোথাও কোথাও ছন্দ কেটেছে। গৃহবধূদের জীবনের অসহায়তা যেন ইঞ্জেকশনের মতো বারবার পুশ করা হয়েছে। কাহিনির শুরুতেই ভিলেন সুমিত ব্যাসকে দেখিয়ে দেওয়া হয়েছে। তাতে যেন রহস্যের তাল কেটেছে। সাহেব চট্টোপাধ্যায়, রোশনি ভট্টাচার্য, ইন্দ্রাশিস রায়, অমৃতা চট্টোপাধ্যায়, অঙ্গনা রায়, লাবণী সরকার, বিশ্বজিৎ চক্রবর্তীর মতো টালিগঞ্জের একঝাঁক অভিনেতা রয়েছেন ছবিতে। সাহেব বাদে বাকি সকলেরই অল্প সময়ের চরিত্র। কিন্তু তাতেও পূর্ণতা নেই।
একা রাজের শর্মা কমেডির মাধ্যমে কিছুটা নজর কেড়েছেন। বাকিদের মধ্যে সুমিত ব্যাসকে প্রথমের দিকে ভাল লাগলেও পরবর্তীকালে তিনিও যেন গতানুগতিকতার পুতুল হয়ে গেলেন। রাধিকা ভাল অভিনেত্রী, কিন্তু ‘মিসেস আন্ডারকভার’ হয়ে তিনি মন জয় করতে পারলেন না। অবশ্য ছবির শেষে সিক্যুয়েলের ঘোষণা করা হয়েছে। আশা করা যায়, পরবর্তী মিশনের অভিজ্ঞতা রোমাঞ্চকর হবে।
ছবি – মিসেস আন্ডারকভার
অভিনয়ে – রাধিকা আপ্তে, রাজের শর্মা, সুমিত ব্যাস, সাহেব চট্টোপাধ্যায়, রোশনি ভট্টাচার্য, ইন্দ্রাশিস রায়, অমৃতা চট্টোপাধ্যায়, অঙ্গনা রায়, লাবণী সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী
পরিচালনায় – অনুশ্রী মেহতা