shono
Advertisement

Breaking News

কালো টাকা উদ্ধারে আয়কর অফিসাররা, কুকুর লেলিয়ে দিলেন বৃদ্ধা

নতুন ২০০০ টাকার নোটে উদ্ধার ২ কোটি ২৫ লক্ষ টাকা৷ The post কালো টাকা উদ্ধারে আয়কর অফিসাররা, কুকুর লেলিয়ে দিলেন বৃদ্ধা appeared first on Sangbad Pratidin.
Posted: 11:22 PM Dec 14, 2016Updated: 05:52 PM Dec 14, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তর বেঙ্গালুরুর যশবন্তপুরার একটি আবাসনে হানা দিয়ে ২ কোটি ৮৯ লক্ষ টাকা উদ্ধার করল আয়কর বিভাগ৷ উদ্ধার হওয়া টাকার মধ্যে ২ কোটি ২৫ লক্ষ টাকাই মিলেছে নতুন ২০০০ টাকার নোটে৷ এই ঘটনায় এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ৷

Advertisement

আয়কর বিভাগ সূত্রে খবর, গত বেশ কয়েকদিন ধরেই দেশের নানা প্রান্ত থেকে বিপুল পরিমাণ কালো টাকা উদ্ধার হয়েছে৷ আটকও হয়েছেন বেশ কয়েকজন৷ কিন্তু বুধবার ওই আবাসনে হানা দিতে গিয়ে যে অভিজ্ঞতা হল আয়কর বিভাগের আধিকারিকদের, তা কার্যত নজিরবিহীন৷ সূত্রের খবর, কালো টাকা উদ্ধার করতে গেলে আবাসনের এক বৃদ্ধা আয়কর বিভাগের অফিসারদের দিকে হিংস্র কুকুর লেলিয়ে দেন৷

সূত্রের খবর, ওই আবাসনে যে বিপুল পরিমাণ নগদ টাকা লুকানো রয়েছে, এই খবর পেয়ে অভিযান চালায় আয়কর বিভাগ৷ ওই আবাসনেই থাকতেন এক বৃদ্ধা ও তাঁর দু’টি পোষ্য হিংস্র কুকুর৷ সে খবর ছিল না ইনকাম ট্যাক্স অফিসারদের কাছে৷ আবাসনে ঢুকতে গেলে ওই বৃদ্ধা কুকুর দু’টি অফিসারদের বিরুদ্ধে লেলিয়ে দেন৷ পরে পুলিশের সাহায্য নিয়ে আবাসনে ঢোকে পুলিশ৷ এই ঘটনায় একজনকে আটক করা হয়৷ বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল টাকা৷

The post কালো টাকা উদ্ধারে আয়কর অফিসাররা, কুকুর লেলিয়ে দিলেন বৃদ্ধা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement