shono
Advertisement

জয়শংকরের সঙ্গে বৈঠক রুশ বিদেশমন্ত্রীর, রাশিয়ার জন্য অর্থ বাজার খুলল ভারত

'মার্কিন চাপে প্রভাব পড়বে না দুই দেশের সম্পর্কে', বক্তব্য রুশ বিদেশমন্ত্রীর।
Posted: 03:03 PM Apr 01, 2022Updated: 05:04 PM Apr 01, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেন (Ukraine)  যুদ্ধের আবহে বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠকে বসলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। বৈঠকে ইউক্রেন যুদ্ধ থেকে অপরিশোধিত তেল আমদানি ও ‘রুবল-রুপি মেকানিজম’ তৈরি নিয়ে দু’ জনের মধ্যে আলোচনা হয়েছে বলে খবর।

Advertisement

[আরও পড়ুন: কিয়েভে সেনা তৎপরতা কমানোর দাবি মিথ্যা, আক্রমণের ছক কষছে রাশিয়া, দাবি পেন্টাগনের]

ইউক্রেনের সঙ্গে যুদ্ধের আবহে বৃহস্পতিবার অর্থাৎ গতকাল ভারতে এসেছেন সের্গেই লাভরভ। শুক্রবার দিল্লির হায়দরাবাদ হাউসে লাভরভের সঙ্গে বৈঠকে বসেন জয়শংকর। এই বৈঠকের বিষয়টি টুইট করে জানিয়েছে রুশ বিদেশমন্ত্রকও। বৈঠকে ইউক্রেন যুদ্ধ থেকে অপরিশোধিত তেল আমদানি ও ‘রুবল-রুপি মেকানিজম’ তৈরি নিয়ে দু’ জনের মধ্যে আলোচনা হয়েছে বলে খবর। তাৎপর্যপূর্ণ ভাবে, ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযানে’র পর এটাই রুশ বিদেশমন্ত্রীর প্রথম ভারত সফর। বিশ্লেষকদের মতে, মার্কিন ও পশ্চিমের নিষেধাজ্ঞার মুখে বন্ধু ভারতকে আরও কাছে চাইছে রাশিয়া, বিশেষ করে বাণিজ্য ও তেল রপ্তানির ক্ষেত্রে ভারতের বাজারে নজর রয়েছে মস্কোর।

এদিন বৈঠক শেষে রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ স্পষ্ট বলেন, “মার্কিন চাপে কোনও প্রভাব পড়বে না ভারত ও রাশিয়ার সম্পর্কে। অন্যদের উপর নিজেদের রাজনীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমেরিকা।” মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে প্রশ্ন করা হলে লাভরভ বলেন, “ভারতের এমন কোনও দেশের উপর নির্ভর করা উচিত নয় যারা রাতারাতি তাদের টাকা চুরি করতে পারে।”     

এদিকে, মার্কিন নিষেধাজ্ঞা উড়িয়ে রাশিয়ার জন্য দেশের ‘মানি মার্কেট’ তথা অর্থ বাজার খুলে দিয়েছে ভারত। এর ফলে ভারতের শেয়ার বাজারে লগ্নি করতে বা বন্ড ইস্যু করে টাকা তুলতে পারবে মস্কো। মনে করা হচ্ছে, সস্তায় তেলের পরিবর্তে এটাই পুতিন প্রশাসনের জন্য মোদি সরকারের উপহার। জানা গিয়েছে, সোভিয়েতের পতনের পর থেকে রিজার্ভ ব্যাংকে থাকা একটি অ্যাকাউন্ট ব্যবহার করে ভারতের বাজারে লেনদেন করতে পারবে রাশিয়া। রাশিয়া থেকে অস্ত্র কেনা বাবদ ওই অ্যাকাউন্টের মাধ্যমেই মস্কোকে টাকা দিচ্ছে ভারত।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। প্রায় এক মাসের বেশি সময় ধরে ভয়াবহ যুদ্ধ চলছে দুই দেশের মধ্যে। এহেন পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জব্দ করতে রাশিয়ার উপর একগুচ্ছ আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, জাপান-সহ একাধিক দেশ। রাশিয়া থেকে তেল আমদানি করাও বন্ধ করে দিয়েছে ওয়াশিংটন। শুধু তাই নয়, রাশিয়ার কয়েকটি ব্যাংককে আন্তর্জাতিক আর্থিক লেনদেনের ‘সুইফট’ ব্যবস্থা থেকে বাদ দেওয়া হয়।

[আরও পড়ুন: ইসলামের অবমাননা! স্বপ্নাদেশ পেয়ে পাকিস্তানে শিক্ষিকাকে কুপিয়ে খুন ছাত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement