shono
Advertisement

Breaking News

যুদ্ধের আবহে এক অন্য জীবনের কাহিনি বলছে ‘টিউবলাইট’

দেখে নিন সদ্য মুক্তি পাওয়া টিউবলাইট ছবির টিজার... The post যুদ্ধের আবহে এক অন্য জীবনের কাহিনি বলছে ‘টিউবলাইট’ appeared first on Sangbad Pratidin.
Posted: 04:08 PM May 05, 2017Updated: 10:38 AM May 05, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে সবুরে মেওয়া ফলে৷ দীর্ঘ প্রতীক্ষার পর সলমন খানের ‘টিউবলাইট’ ছবির টিজার দেখে নেটিজেনরা এমন কথাই বলছেন৷ চলতি বছর ইদে নয়া রেকর্ড গড়ার স্বপ্ন নিয়ে মুক্তি পাবে কবীর খানের ‘টিউবলাইট’৷ আর তার আগে ছবির দু’মিনিটের টিজার মন জয় করল সিনেপ্রেমীদের৷

Advertisement

[মারিও টেস্টিনোর ‘টাওয়েল সিরিজে’র নয়া মুখ এবার এই অভিনেতা]

বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছে ‘বাহুবলী ২: দ্য কনক্ল্যুশন৷’ তারই মধ্যে নজর কাড়ল ‘টিউবলাইট’-এর টিজার৷ বৃহস্পতিবার টিজার মুক্তি পাওয়ার পরপরই করণ জোহর টুইট করেন, “একে বলে টিজার৷ নিঃসন্দেহে অসাধারণ ছবি হতে চলেছে এটি৷” নেটদুনিয়াতেও শুরু হয়েছে চর্চা৷ অনেকেই মনে করছেন দক্ষিণী ছবি ‘বাহুবলী ২’-এর সঙ্গে এবার জোর টক্কর দেবে বলিউডের এই ছবি৷ টিজারে সলমনকে যেটুকু দেখা গিয়েছে, তাতে তাঁর অভিনয়েরও ভূয়সী প্রশংসা করছেন দর্শকরা৷ বেশ কিছু কারণে ছবিটি থেকে দর্শকদের চাহিদা তুঙ্গে৷

প্রথমত, ছবির ভিজুয়াল অ্যাপিল৷ ইন্দো-সিনো যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি৷ টিজারেও যুদ্ধের একটি অংশ দেখানো হয়েছে৷ আর তাতেই ‘বাহুবলী’-র ভিজুয়াল অ্যাপিলের সঙ্গে শুরু হয়েছে তুলনা৷ এই ছবিতেও দর্শকরা রোমহর্ষক কিছু লড়াইয়ের দৃশ্য দেখতে পাবেন, তেমনটাই আশা করা হচ্ছে৷

দ্বিতীয়ত, ছবিতে যুদ্ধের পাশাপাশি এক সাধারণ মানুষের জীবনকাহিনিও ফুটে উঠতে দেখা যাচ্ছে৷ যেখানে অত্যন্ত সাদা-মাটাভাবে ধরা দিয়েছেন সলমন৷ সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, “সলমনের চোখে জল আমাদেরও চোখে জল এনে দিয়েছে৷” অর্থাৎ যুদ্ধের আবহে এক অন্যরকম মানব কাহিনিও ছবির অন্যতম আকর্ষণীয় বিষয়৷

[ভাগ্য ফেরাতে এবার অ্যাডাল্ট ছবির অভিনেত্রীর দ্বারস্থ কপিল]

তৃতীয়ত, কবীর খান ও সলমন খান জুটির থেকে দর্শকদের প্রত্যাশা বরাবরই বেশি৷ ‘এক থা টাইগার’, ‘বজরঙ্গি ভাইজান’-এর মতো সুপারহিট ছবি উপহার দিয়েছে এই জুটি৷ তাই তাঁরা যে ফের বক্স অফিসে নয়া রেকর্ড তৈরি করবেন, তা আন্দাজ করা যেতেই পারে৷

চতুর্থত, ক্যাটরিনা, প্রিয়াঙ্কাদের মতো প্রথম শ্রেণির বলি তারকাদের সঙ্গে রিল লাইফে রোম্যান্স করেছেন দাবাং খান৷ কিন্তু এই প্রথম তাঁর বিপরীতে দেখা যাবে এক চিনা অভিনেত্রীকে৷ ঝু ঝুর সঙ্গে সলমনের অনস্ক্রিন কেমিস্ট্রি ঠিক কতটা জমে ওঠে, সেদিকেও নজর থাকবে সিনেপ্রেমীদের৷ টিজারে যদিও তাঁদের একসঙ্গে দেখা গেল না৷ তাই কৌতূহল আরও বেড়ে গেল৷

এছাড়া বেশ কয়েক বছর পর সলমন-শাহরুখকে একসঙ্গে কোনও ছবিতে দেখা যাবে৷ শোনা যাচ্ছে, ছবিতে কেমিও হিসেবে আবির্ভূত হবেন কিং খান৷ যাঁকে জাদুকরের ভূমিকায় দেখা যাবে৷ সলমনের ভাইকে খুঁজে দিতে সাহায্য করবেন তিনি৷ টিজার নিয়েই যখন এমন মাতামাতি, তখন ছবি মুক্তি পেলে উত্তেজনার পারদ কতটা চড়বে, তা আর লিখে বোঝানোর প্রয়োজন নেই৷

The post যুদ্ধের আবহে এক অন্য জীবনের কাহিনি বলছে ‘টিউবলাইট’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement