shono
Advertisement
Human Robot

বেশভূষায় হ্যান্ডসাম পুরুষ, অবাক করল বিশ্বের প্রথম পেশিবহুল মানব রোবট

হ্যান্ডসাম এই মানব রোবোটের নাম দেওয়া হয়েছে প্রোটোক্লোন ভি১।
Published By: Amit Kumar DasPosted: 12:59 PM Feb 24, 2025Updated: 01:00 PM Feb 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক মানুষের মতো চেহারা। পেশির খাঁজ, দেহসৌষ্ঠব দেখে মনে হচ্ছে একজন হ‌্যান্ডসাম পুরুষ। মুখের দিকে না তাকালে নায়কোচিত মডেলকে দেখে মুগ্ধ হতে হয়। পেশিবহুল মানবচেহারার কালো মুখোশ পরা এক রোবট তৈরি করে সবাইকে চমকে দিল আমেরিকা ও পোলান্ডে মিলিতভাবে তৈরি স্টার্টআপ সংস্থা ক্লোন রোবোটিক্স। তাদের এই আবিষ্কারের নাম দিয়েছে প্রোটোক্লোন ভি১।

বাক্সর মতো মুখের আদল, যান্ত্রিক হাত-পা, কাঠ-কাঠ অঙ্গ সঞ্চালনা দেখে এতদিন রোবট চিনত মানুষ। কিন্তু এই প্রোটোক্লোন ভি ১ হুবহু একজন ‘মানুষ’! বিজ্ঞানীদের দাবি, এটি হল বিশ্বের প্রথম দ্বিপদ পেশিবহুল অ্যান্ড্রয়েড। এই প্রোটোটাইপটি একটি সিন্থেটিক মানব হিসাবে ডিজাইন করা হয়েছে যা মানব শারীরবৃত্তির মূল দিকগুলিকে নির্ভুলভাবে ‘কপি’ অর্থাৎ অনুকরণ করবে। নকশাটিতে একটি মুখবিহীন (কালো মুখোশ পরা) কাঠামো অন্তর্ভুক্ত করা হয়েছে। উন্নত যান্ত্রিক সিস্টেমের মাধ্যমে মানুষের চলাচল অনুকরণ করার জন্য এমনভাবে তৈরি করা হয়েছে।

Advertisement

‘প্রোটোক্লোন ভি ১’-এর প্রথম ঝলক দেখা গিয়েছে সোশ‌াল মিডিয়া এক্স প্ল‌্যাটফর্মে। অ‌্যান্ড্রয়েডের একটি কর্মশালায় ৪০ সেকেন্ডের সেই ভিডিওয় দেখা গিয়েছে উন্নতমানের এই রোবটের নানারকমের মুভমেন্ট। ইতিমধ্যেই ওপেনএআই-এর ঘনিষ্ঠ ১এক্স টেকনোলজিসের কর্মকর্তা দার স্লিপার এই প্রোটোক্লোন ১-এর ভিডিওটি দেখে প্রশংসা করেছেন।

ক্লোন রোবোটিক্স এই বছরের শেষের দিকে তার আলফা অ্যান্ড্রয়েড সিরিজের ২৭৯টি ইউনিট বাজারে আনার পরিকল্পনা করেছে। কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা ধানুষ রাধাকৃষ্ণ এবং লুকাস কোজলিক মানব শরীরের মতো এই রোবট তৈরি করে তাকে আরও বেশি দৈনন্দিন কাজে ব‌্যবহার করতে চান। প্রোটোক্লোন ভি ১-এ এবং ৫০০ সেন্সর রয়েছে। এটি এমন সিন্থেটিক সিস্টেমগুলিকে একত্রিত করে যা মানুষের কঙ্কাল, পেশি, রক্তনালি এবং স্নায়বিক ক্রিয়াকলাপও অনুকরণ করতে পারে। এর আগে মানবশরীরের মতো দেখতে কয়েকটি রোবট তৈরি হলেও সেগুলি গবেষণার উদ্দেশ্যে কাজ করেছিল। কিন্তু প্রোটোক্লোন বাণিজ্যিক প্রয়োগ এবং দৈনন্দিন চ্যালেঞ্জগুলির জন্য তৈরি করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পেশিবহুল মানবচেহারার রোবট তৈরি করে বিশ্বকে চমকে দিল স্টার্টআপ সংস্থা ক্লোন রোবোটিক্স।
  • তাদের এই আবিষ্কারের নাম দিয়েছে প্রোটোক্লোন ভি১।
  • প্রোটোক্লোন বাণিজ্যিক প্রয়োগ এবং দৈনন্দিন চ্যালেঞ্জগুলির জন্য তৈরি করা হয়েছে বলে দাবি সংস্থার।
Advertisement