সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান। পৃথিবীতে ফিরতে রওনা হয়েছেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। তাঁদের ফেরার অপেক্ষায় অধীর সকলে। অথচ তাঁদের ফিরে আসার কথা ছিল মাত্র ৮ দিন পরই। সেই জায়গায় লাগল ২৮৬ দিন! কেন এই দীর্ঘ বিলম্ব?

২০২৪ সালের ৫ জুন। দুই নভোচারী রওনা হন। কিন্তু তাঁরা মহাকাশ স্টেশনে পৌঁছনোর পরই দেখা যায় যে মহাকাশযানে তাঁরা এসেছেন তাতে বিরাট সমস্যা রয়েছে। যার মধ্যে অন্যতম হিলিয়াম লিক এবং প্রপালশান স্টিস্টেমের গলদ। ফলে সেই মহাকাশযানে আর ফেরা হয়নি সুনীতার। এরপর থেকে বারবার তাঁদের ফেরানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু ফেরা আর হয়ে উঠছিল না। আসলে নিরাপত্তাজনিত দিকটি মাথায় রেখেই কোনও ঝুঁকি নিতে চাওয়া হয়নি।
গত বছর থেকে মহাশূন্যে বন্দি থাকা দুই নভোচরকে ফেরাতে ‘বন্ধু’ মাস্কের সাহায্য চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁকে এবিষয়ে আশ্বস্ত করেন টেসলা কর্তা। সেইমতো সুনীতাদের ফেরাতে প্রস্তুতি শুরু করে তাঁর সংস্থা স্পেস এক্স। ১২ মার্চ ভোর ৫টা ১৮ নাগাদ আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস এক্সের ফ্যালকন নাইন রকেট উৎক্ষেপণ করার কথা ছিল। কিন্তু রকেট লঞ্চপ্যাডের এক ক্রুটির কারণে এই মিশন বাতিল করা হয়। আসলে উড়ান শুরুর ঠিক ঘণ্টা চারেক আগেই হাইড্রলিক সিস্টেমে একটি সমস্যা নজরে আসে। এরপরই প্রশ্ন ওঠে, তাহলে কবে ফিরবেন সুনীতারা? আরও কতদিন তাঁদের মহাকাশে বন্দিদশা কাটাতে হবে তা নিয়ে সংশয় বাড়তে থাকে।
অবশেষে মেলে সুখবর। এবার স্পেস এক্স ড্রাগন ক্যাপসুল ক্রু নাইনে ১৭ ঘণ্টার যাত্রাপথ পেরিয়ে পৃথিবীতে ফিরে আসার কথা সুনীতা-উইলমোরের। আপাতত সেই অপেক্ষাতেই সকলে। ভারতীয় সময় মধ্যরাতে ফ্লোরিডায় প্যারাস্যুটে করে দুই নভোচারী মাটিতে পা রাখলেই স্বস্তির নিশ্বাস ফেলবেন মহাকাশপ্রেমীরা।