shono
Advertisement
ISRO

ব্যর্থ ইসরোর কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ! ২০৩ সেকেন্ডের মধ্যে বাতিল অভিযান

এটাই ছিল ইসরোর ১০১তম উৎক্ষেপণ অভিযান।
Published By: Biswadip DeyPosted: 09:28 AM May 18, 2025Updated: 09:28 AM May 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যর্থ হল ইসরোর ১০১তম উৎক্ষেপণ অভিযান। রবিবার সকালে ব্যর্থতার মুখ দেখতে হল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাকে। এদিন ভোর ৫টা ৫৯ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে রওনা দিয়েছিল পিএসএলভি-সি৬১ রকেট। লক্ষ্য ছিল EOS-09 কৃত্রিম উপগ্রহ লঞ্চ করা। কিন্তু তা করা গেল না। যান্ত্রিক গোলযোগের কারণে ওই উপগ্রহটি মহাকাশে প্রেরণ করা যায়নি। উৎক্ষেপণের ২০৩ সেকেন্ডের মধ্যে মিশনের তৃতীয় ধাপে সমস্যা দেখা দেওয়ার পরই তা বাতিল করে দেওয়া হয়।

Advertisement

১৬৯৬ কেজির ইওএস-০৯ স্যাটেলাইটটি তৈরিই হয়েছে সি ব্যান্ডের SAR ব্যবহার করে সমস্ত মরশুমের ছবি তোলার জন্য। কিন্তু ৫২৪ কিমি সূর্য-সমকালীন মেরু কক্ষপথে সেটিকে প্রতিস্থাপন করা গেল না। প্রাথমিক ভাবে প্রাপ্ত তথ্য থেকে জানা যাচ্ছে, তৃতীয় ধাপেই থমকে যায় মিশন। ২০১৭ সালের পর এই প্রথম ইসরোর কোনও কৃত্রিম উপগ্রহ লঞ্চের পরিকল্পনা ব্যর্থ হল।


ইসরোর চিফ ভি নারায়ণ পরে লাইভ স্ট্রিমে এসে পুরো বিষয়টি খুলে বলেন। তিনি বলেন, ‘‘১০১তম মিশনটি আজ শুরু করা হয়। পিএসএলভি-সি৬১ দ্বিতীয় ধাপ পর্যন্ত স্বাভাবিক ছিল। কিন্তু তৃতীয় ধাপে এক বিশেষ পর্যবেক্ষণের পরে এই মিশন বাতিল করে দেওয়া হল।’’

প্রসঙ্গত, গত জানুয়ারিতে শততম উৎক্ষেপণের নজির গড়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ৪৬ বছর আগে শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ হয়েছিল প্রথম উপগ্রহ। তারপর দেখতে দেখতে এতটা পথ পেরিয়ে এসেছে ইসরো। কৃত্রিম উপগ্রহ এনভিএস-২-কে নিয়ে জিএসএলভি এফ-১৫ রকেটের সফল উৎক্ষেপণের ওই মিশনই ছিল ইসরোর চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া ভি নারায়ণনের প্রথম মিশন। কিন্তু এরপরই ১০১-তম মিশনটি ব্যর্থ হওয়ায় কয়েক বছর পর ব্যর্থতার স্বাদ পেল ইসরো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ব্যর্থ হল ইসরোর ১০১তম উৎক্ষেপণ অভিযান। রবিবার সকালে ব্যর্থতার মুখ দেখতে হল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাকে।
  • যান্ত্রিক গোলযোগের কারণে ওই উপগ্রহটি মহাকাশে প্রেরণ করা যায়নি।
  • উৎক্ষেপণের ২০৩ সেকেন্ডের মধ্যে মিশনের তৃতীয় ধাপে সমস্যা দেখা দেওয়ার পরই তা বাতিল করে দেওয়া হয়।
Advertisement