shono
Advertisement
Gangasagar Mela

পরিবেশবান্ধব উদ্যোগ রাজ্য সরকারের, গঙ্গাসাগর মেলার প্লাস্টিকে দিয়ে রাস্তা হচ্ছে ক্যানিংয়ে

ফলে একদিকে যেমন রাস্তা শক্তপোক্ত হবে অন্যদিকে তেমনি বিটুমিনের খরচও কমানো সম্ভব হবে।
Published By: Paramita PaulPosted: 05:17 PM Mar 01, 2025Updated: 05:17 PM Mar 01, 2025

দেবব্রত মণ্ডল, বারুইপুর: প্লাস্টিক দূষণের ক্ষতিকারক দিক নিয়ে উদ্বিগ্ন বিজ্ঞানীরা। আর সেই ক্ষতিকারক প্লাস্টিককে এবার রাস্তা নির্মাণের কাজে লাগানো হল। বিশেষ করে গঙ্গাসাগর মেলার সময় বিপুল পরিমাণে যে প্লাস্টিক বর্জ্য জমা হয়েছিল সেগুলোই ব্যবহার করা হবে বিভিন্ন রাস্তা নির্মাণের কাজে। এর ফলে একদিকে যেমন রাস্তা শক্তপোক্ত হবে অন্যদিকে তেমনি বিটুমিনের খরচও কমানো সম্ভব হবে।

দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই প্রথম শুরু হল বর্জ্য প্লাস্টিক দিয়ে রাস্তা নির্মাণের কাজ। যে কাজে সূচনা হল ক্যানিং ২ নম্বর ব্লকের তাম্বুলদহ গ্রাম পঞ্চায়েতের হোমরা এলাকায়। সোমবার এই কাজের সূচনা করেন জেলাশাসক সুমিত গুপ্তা। সঙ্গে ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ অন্যান্য আধিকারিকরা।

Advertisement

জেলা প্রশাসন সূত্রে খবর, ক্যানিং ২ নম্বর ব্লকে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা তৈরি করা হবে বিটুমিনের সঙ্গে প্লাস্টিক মিশিয়ে। এর ফলে ৭ থেকে ৮ শতাংশ বিটুমিন কম ব্যবহার করা হবে রাস্তা নির্মাণের কাজে। গঙ্গাসাগর মেলার পড়ে থাকা বর্জ্য প্লাস্টিককে সাইজ মত টুকরো করে তা আনা হচ্ছে এই রাস্তা নির্মাণের জন্য।

এ বিষয়ে জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, "প্লাস্টিক ব্যবহারের ফলে যেমন বিভিন্ন জলাভূমির ইকোসিস্টেম নষ্ট হচ্ছে, তেমনি ক্ষতি হচ্ছে নদী বা সমুদ্রের। গঙ্গাসাগরে প্লাস্টিক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বহু মানুষ প্লাস্টিক নিয়ে উপস্থিত হন সেখানে। তাদের কাছ থেকে সেই প্লাস্টিকগুলো সংগ্রহ করার পর ধুয়ে পরিষ্কার করে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে এই রাস্তা নির্মাণের কাজে ব্যবহার করা হল।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ক্ষতিকারক প্লাস্টিককে এবার রাস্তা নির্মাণের কাজে লাগানো হল।
  • বিশেষ করে গঙ্গাসাগর মেলার সময় বিপুল পরিমাণে যে প্লাস্টিক বর্জ্য জমা হয়েছিল সেগুলোই ব্যবহার করা হবে বিভিন্ন রাস্তা নির্মাণের কাজে।
  • এর ফলে একদিকে যেমন রাস্তা শক্তপোক্ত হবে অন্যদিকে তেমনি বিটুমিনের খরচও কমানো সম্ভব হবে।
Advertisement