নব্যেন্দু হাজরা: কেন্দ্রীয় এজেন্সির দাপাদাপির মধ্যেই শক্তি বাড়ল রাজ্যের গোয়েন্দা বিভাগের। একাধিক সিনিয়র আইপিএসকে (IPS) কলকাতা এবং রাজ্য পুলিশ থেকে বদলি করা হল গোয়েন্দা বিভাগে। বুধবার বিবৃতি দিয়ে রাজ্যের ৮ আধিকারিককে বদলির সিদ্ধান্ত জানিয়েছে নবান্ন।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ রদবদল হল, কলকাতা পুলিশের (Kolkata Police) যুগ্ম পুলিশ কমিশনারকে (অপরাধ) সিআইডিতে বদলি করা। কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) ছিলেন শঙ্খশুভ্র চক্রবর্তী। এবার তাঁকে বদলি করা হল সিআইডির ডিআইজি (DIG CID) হিসাবে। কিন্তু ওই বিজ্ঞপ্তিতে সিআইডির ডিআইজি পদে কাউকে আনার কথা বলা হয়নি। অর্থাৎ আপাতত ওই পদটি শূন্যই থাকছে।
[আরও পড়ুন: ‘আপনার অবদানেই শক্তিশালী দেশ’, আডবাণীর জন্মদিনে শুভেচ্ছা মোদির]
অন্য গুরুত্বপূর্ণ রদবদলের মধ্যে উল্লেখযোগ্য জলপাইগুড়ি রেঞ্জের আইজিপি অখিলেশ কুমার চতুর্বেদীর (Akhilesh Kumar Chaturvedi) গোয়েন্দা বিভাগে আসা। জলপাইগুড়ি রেঞ্জের আইজিপিকে আনা হয়েছে সিআইডির আইজিপি পদে। উত্তরবঙ্গের আইজিপি রাজেশ কুমার যাদবকে আনা হয়েছে সিআইডি-র আইজিপি পদে। রাজ্য সশস্ত্র পুলিশের সার্কেল অফিসার শিবপ্রসাদ পাত্রকে সিআইডির (CID) শিলিগুড়ি সদর দপ্তরের এসএস করে পাঠানো হয়েছে। ওই পদে এতদিন ছিলেন ডেভিড ইভান লেপচা। তিনি আসছেন রাজ্য পুলিশের চতুর্থ ব্যাটেলিয়নের সার্কেল অফিসার হিসাবে। এছাড়াও রাজ্য পুলিশের একাধিক ক্ষেত্রে রদবদল করা হয়েছে।
[আরও পড়ুন: মন্ত্রিসভার অনুমোদন ছাড়া বিনামূল্যে রেশনের ঘোষণা কীভাবে? মোদিকে প্রশ্ন কংগ্রেসের]
লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) আগে এই রদবদল বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে সরকারের তরফে বলা হচ্ছে, এটা রুটিন প্রক্রিয়া।