সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে যাবে পাকিস্তান, অতি বড় পাক সমর্থকও এই কথা ভাবতে পারেননি। ভারত ও জিম্বাবোয়ের বিরুদ্ধে হারের পরে পাক ক্রিকেটারদের দিকে ধেয়ে এসেছিল হাজারো সমালোচনা। কিন্তু অপ্রত্যাশিত ভাবে শেষ চারের দরজা খুলে যায় বাবর আজমদের সামনে। বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে উঠে যায় পাকিস্তান (Pakistan)। তারপরেই দেশের প্রাক্তন ক্রিকেটারদের একহাত নিয়েছেন পাক পেসার শাহিন আফ্রিদি (Shaheen Afridi)। তিনি বলেছেন, কঠিন সময়ে খেলোয়াড়দের পাশে দাঁড়ানো উচিত প্রাক্তন ক্রিকেটারদের।
টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে হেরেও দারুণ ভাবে ফিরে আসেন মহম্মদ রিজওয়ানরা। পরপর নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিজেদের লড়াই বাঁচিয়ে রাখে পাকিস্তান। রবিবারের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে অভাবনীয় ভাবে হেরে যায় দক্ষিণ আফ্রিকা। তাতেই ফের সেমিফাইনালে ওঠার আশা জাগে পাকিস্তানের বুকে। বাংলাদেশকে হারিয়ে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে যায় পাকিস্তান।
[আরও পড়ুন: বিচ্ছেদের পথে সানিয়া-শোয়েব? টেনিস তারকার পোস্ট ঘিরে তুঙ্গে জল্পনা]
তবে ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে বোমা ফাটালেন শাহিন আফ্রিদি। সাফ বলে দিলেন, “ভক্তদের প্রার্থনার জোরেই আমরা সেমিফাইনালে উঠেছি। সব সময়ে আমাদের পাশে থেকে সমর্থন করেছেন তাঁরা। কিন্তু দেশের প্রাক্তন ক্রিকেটারদের উচিত, কঠিন সময়ে দলের পাশে থাকা। শুধু যখন সেমিফাইনাল বা ফাইনালে উঠব, সেই সময়ে নয়। দল যখন হারে, তখনই সবচেয়ে বেশি সমর্থন দরকার হয়। ভক্তরা আমাদের জন্য প্রার্থনা করেছেন, সেই জন্যই আমরা ম্যাচ জিতেছি।”
বিশ্বকাপের শুরুতেই দুই ম্যাচ হারের পর প্রাক্তন ক্রিকেটাররা তুমুল সমালোচনা শুরু করেছিলেন। শোয়েব আখতার,মহম্মদ আমির, মহম্মদ হাফিজ- সকলেই কাঠগড়ায় তুলেছিলেন পাকিস্তান ক্রিকেটকে। বাবর আজমকে জঘন্য অধিনায়ক বলে আক্রমণ করেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস। পাক ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রামিজ রাজার পদত্যাগ দাবি করেন মহম্মদ আমির। রবিবার ম্যাচের পরে নাম না করে তাঁদেরকেই কটাক্ষ করে গেলেন শাহিন।