shono
Advertisement
Khulna University

মুজিব-উৎখাত খুলনা বিশ্ববিদ্যালয়েও, রইল না অমুসলিম বাঙালিদের নামে প্রশাসনিক ভবন!

সত্যেন্দ্রনাথ বসু, জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়ের মতো অমুসলিম বাঙালি কৃতীদের নাম মোছা হল।
Published By: Kishore GhoshPosted: 05:31 PM Feb 13, 2025Updated: 06:26 PM Feb 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তিযুদ্ধের ইতিহাস, ধর্মের ঊর্ধ্বে বাঙালি জাতিসত্তা মুছে সর্বস্তরে বদলানো হচ্ছে বাংলাদেশকে। যার সর্বশেষ উদাহরণ খুলনা বিশ্বলিদ্যালয়ের প্রশাসনিক ভবন-সহ একাধিক হলের নাম পরিবর্তন। প্রত্যাশা মতোই বিশ্ববিদ্যালয়ের 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল' আর থাকছে না। এছাড়াও সত্যেন্দ্রনাথ বসু, জগদীশচন্দ্র বসু, জীবনানন্দ দাশ, প্রফুল্লচন্দ্র রায়ের মতো অমুসলিম কৃতী বাঙালিদের নামে যে হলগুলি ছিল, সেগুলিরও নাম বদলে ফেলা হয়েছে।

Advertisement

১২ ফেব্রুয়ারি, বুধবার সকাল দশটা নাগাদ একে একে বিভিন্ন হলের নতুন নামফলক উন্মোচন হয়। নামফলকগুলির আনুষ্ঠানিক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক ড. গোলাম রহমান। খুলনা বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৮ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ভবন ও হলের নাম পরিবর্তন করা হয়েছে। কোন ভবন ও হলের কী নাম হল?

'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে'র নাম 'বীরশ্রেষ্ঠ মহম্মদ রুহুল আমিন হল', বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম 'বিজয় ২৪ হল', 'সত্যেন্দ্রনাথ বসু অ্যাকাডেমিক ভবনে'র নাম 'অ্যাকাডেমিক ভবন ১', 'জগদীশচন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনে'র নাম 'অ্যাকাডেমিক ভবন ২', 'কবি জীবনানন্দ দাশ অ্যাকাডেমিক ভবনে'র নাম 'অ্যাকাডেমিক ভবন ৩', 'জয় বাংলা ভবনে'র নাম 'অ্যাকাডেমিক ভবন ৪', 'শহিদ তাজউদ্দিন আহমদ প্রশাসনিক ভবনে'র নাম 'প্রশাসনিক ভবন', 'শহিদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরী চিকিৎসা কেন্দ্রে'র নাম 'খুলনা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার', 'সুলতানা কামাল জিমনেসিয়ামে'র নাম 'খুলনা বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম', 'আচার্য প্রফুল্লচন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারে'র নাম 'খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গবেষণাগার' করা হয়েছে। এছাড়াও শিক্ষকদের তিনটি কোয়ার্টারের নাম পরিবর্তন করা হয়েছে।

'শহিদ বুদ্ধিজীবী ড. জ্য়োতির্ময় গুহঠাকুরতা আবাসিক ভবনে'র নাম বদলে হল 'প্রফেসার্স কোয়ার্টার'। 'শহিদ বুদ্ধিজীবী ড. সুখরঞ্জন সমাদ্দার আবাসিক ভবনে'র নাম বদলে হল 'অ্যাসোসিয়েট প্রফেসার্স কোয়ার্টার'। 'শহিদ বুদ্ধিজীবী ড. গোবিন্দ চন্দ্র দেব আবাসিক ভবনে'র নাম বদলে হল 'অ্যাসিসট্যান্ট প্রফেসার্স কোয়ার্টার'। 'শহিদ বুদ্ধিজীবী এস এম এ রাশিদুল হাসান আবাসিক ভবনে'র নাম বদলে হল 'লেকচারার্স প্রফেসার্স কোয়ার্টার'। বলা বাহুল্য, পাকিস্তানপন্থী নতুন বাংলাদেশ গড়াই মহম্মদ ইউনুসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তী সরকারের একমাত্র লক্ষ্য। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১২ ফেব্রুয়ারি, বুধবার সকাল দশটা নাগাদ একে একে বিভিন্ন হলের নতুন নামফলক উন্মোচন হয়।
  • 'শহিদ বুদ্ধিজীবী ড. জ্য়োতির্ময় গুহঠাকুরতা আবাসিক ভবনে'র নাম বদলে হল 'প্রফেসার্স কোয়ার্টার।
Advertisement