সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের হামলা। নিহত অন্তত ৩। পালটা পুলিশের গুলিতে নিকেশ হামলাকারী। গুলির আঘাতে গুরুতর জখম এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।
রয়টার্স সূত্রে খবর, বুধবার নেভাদা ইউনিভার্সিটিতে হামলা চালায় এক বন্দুকবাজ। বিশ্ববিদ্যালয় চত্বরে হাজির পড়ুয়াদের লক্ষ্য করে আচমকা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে হামলাকারী। গুলির আঘাতে লুটিয়ে পড়েন জনা চারেক পড়ুয়া। আতঙ্কে চারিদিকে হুড়োহুড়ি পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। খতম করা হয় হামলাকারীকে। লাস ভেগাস শহরের ওই বিশ্ববিদ্যালয়টিতে পড়ুয়া সংখ্যা প্রায় ৩০ হাজার। স্নাতক ও স্নাতকোত্তর কোর্সের জন্য পড়ুয়াদের ভিড় লেগেই থাকে সেখানে। এহেন শিক্ষা প্রতিষ্ঠানে হামলার জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
[আরও পড়়ুন: তালিবান সরকারকে ‘কূটনৈতিক স্বীকৃতি’ চিনের, ভারতকে অশান্ত করার ছক?]
সোশাল মিডিয়ায় লাস ভেগাস মেট্রোপলিটান পুলিশ লিখেছে, ‘প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি যে হামলায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হয়েছে বন্দুকবাজও।’ ভিনসেন্ট পেরেজ নামের এক অধ্যাপক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি বলেন, “পরপর গুলি চলার শব্দ শুনতে পাই আমি। আমরা দৌড়ে বিশ্ববিদ্যালয়ের বাড়ির মধ্যে ঢুকে পড়ি। পরে বুঝতে পারি বিশ্ববিদ্যালয় চত্বরে এক বন্দুকবাজ ঘুরে বেড়াচ্ছে।”
এই ঘটনায় কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়ছে হোয়াইট হাউস (White House)। এদিকে, কেন এই হামলা তা স্পষ্ট নয়। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। হামলাকারীর পরিচয় এখনও যানা যায়নি। এই ঘটনায় কোনও জেহাদি যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে ২০১৭ সালেও রক্তাক্ত হয় লাস ভেগাস। সেবার একটি মিউজিক ফেস্টিভ্যালে বন্দুকবাজের হামলায় প্রাণ হারান ছজন। আহত হয়েছিলেন অনেকেই।