shono
Advertisement

নিজ্জর বিতর্কের মাঝেই কানাডায় বন্দুকবাজের গুলিতে নিহত শিখ ব্যক্তি, ষড়যন্ত্র তত্ত্ব পুলিশের

হাসপাতালে ভর্তি নিহতের স্ত্রী ও কন্যা।
Posted: 11:21 AM Dec 12, 2023Updated: 11:21 AM Dec 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানাডায় (Canada) শিখ পরিবারের উপরে হামলা বন্দুকবাজের। ফলে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁর স্ত্রী ও কন্যা। পুলিশের মতে, ইচ্ছাকৃতভাবে হামলা হয়নি ওই পরিবারের উপরে। ভুলবশতই তাঁদের বাড়িতে ঢুকে হামলা চালিয়েছে বন্দুকবাজ। উল্লেখ্য, গত চার মাস ধরে তলানিতে এসে ঠেকেছে ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ক। তার মধ্যেই এই হামলার ঘটনা এবং সেই নিয়ে পুলিশের বার্তায় প্রশ্ন উঠছে।

Advertisement

জানা গিয়েছে, গত ২১ নভেম্বর হামলার মুখে পড়ে জগতার সিংয়ের পরিবার। ঘরের মধ্যে ঢুকে বন্দুক চালায় আততায়ীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় জগতারের। খবর পেয়ে পুলিশ এসে হাসপাতালে নিয়ে যায় তাঁর স্ত্রী হরভজন ও কন্যাকে। এখনও তাঁদের চিকিৎসা চলছে বলেই খবর। এই ঘটনার তদন্ত শুরু করে স্থানীয় পুলিশ। কয়েকদিন আগেই তাদের তরফে বিবৃতি জারি করা হয়।

[আরও পড়ুন: ভয়ংকর ইজরায়েলি ফসফরাস বোমায় ক্ষতবিক্ষত লেবানন! প্রশ্নের মুখে আমেরিকা]

সেখানেই বলা হয়েছে, অন্টারিওর (Ontario) পুলিশ দপ্তর এখনও হামলা ও খুনের তদন্ত চালাচ্ছে। তবে প্রাথমিকভাবে অনুমান, ভুলবশতই ওই পরিবারের উপর হামলা হয়েছে। যদিও সরকারিভাবে এই বিষয়টি নিয়ে মুখ খোলেনি পুলিশ। তবে সূত্রের খবর, অন্য কারোও খোঁজে ওই বাড়িতে এসেছিল আততায়ীরা। জগতারের পরিবারকে খুন করা তাদের উদ্দেশ্য ছিল না। কিন্তু ভুল করেই জগতারকে খুন করে পালায় বন্দুকবাজরা। এখনও খোঁজ মেলেনি তাদের।

সূত্রের মারফত জানা গিয়েছে, জগতার বা তার পরিবারের কারোর সঙ্গেই অপরাধ জগতের যোগ নেই। তবে তাঁদের বাড়ির একটা বড় অংশ অনেককে ভাড়া দেওয়া হয়। সেখান থেকেই হামলার সূত্রপাত বলে মনে করা হচ্ছে। তবে ঘটনার পরে এতদিন কেটে গেলেও কেন ধরা পড়ল না আততায়ীরা, সেই নিয়েও প্রশ্ন উঠছে। উল্লেখ্য, হরদীপ সিং নিজ্জর খুনের পর থেকেই কানাডায় ভারতীয়দের সুরক্ষা নিয়ে প্রশ্ন রয়েছে। তার মধ্যে এই ঘটনায় পুলিশের সাফাই দেওয়ার চেষ্টা থেকে জল্পনা শুরু, তাহলে কি কোনও গ্যাংস্টারের বদলেই ভুলবশত খুন করা হয়েছে জগতারকে? 

[আরও পড়ুন: দণ্ড সংহিতা প্রত্যাহার কেন্দ্রের, তালিকায় আরও দুই বিল]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement