Advertisement
মার্চেও ব্যাপক তুষারপাত সান্দাকফুতে, চুটিয়ে উপভোগ করছেন পর্যটকরা
ঘুরে আসতে পারেন আপনিও।
গত কয়েকদিন ধরে বৃষ্টি চলছে দুইবঙ্গে। এরই মাঝে ব্যাপক তুষারপাত সান্দাকফুতে। ছবি-অভ্রবরণ চট্টোপাধ্যায়।
বাড়ি, রাস্তা, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়ি, যতদূর চোখ যায় নজরে শুধুই বরফ আর বরফ। এ যেন এক অন্য সৌন্দর্য। ছবি-অভ্রবরণ চট্টোপাধ্যায়।
পশ্চিমবঙ্গের সর্বোচ্চশৃঙ্গ সান্দাকফুতে প্রতিবছরই তুষারপাত হয়। সেই আকর্ষণেই বারবার সান্দাকফুতে হাজির হন পর্যটকরা। ছবি-অভ্রবরণ চট্টোপাধ্যায়।
Published By: Tiyasha SarkarPosted: 02:30 PM Mar 19, 2023Updated: 02:30 PM Mar 19, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
