সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ সনিয়া গান্ধী৷ ছেলে রাহুলের হাতে দলের ব্যাটন ছেড়ে কংগ্রেসের গুরুত্বপূর্ণ ওয়ার্কিং কমিটির বৈঠক এড়ালেন ইউপিএর চেয়ারপার্সন৷ আজ, রাজধানীতে কংগ্রেসের সদরদপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে৷ ২০১৯-এর নির্বাচনের রণকৌশল নির্ধারণের গুরুত্বপূর্ণ বৈঠকে সনিয়ার গরহাজিরা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ গুরুত্বপূর্ণ বৈঠক এড়িয়ে রাজনৈতিক সন্ন্যাসের পথেই কি হাঁটছেন কংগ্রেস নেত্রী? রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা৷
[আধার কর্তৃপক্ষের নম্বর বিভ্রাটের কারণ প্রকাশ্যে, দায় স্বীকার নামী সংস্থার]
রাজনৈতিক মহলে জল্পনা বাড়লেও কংগ্রেসের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, দীর্ঘ অসুস্থতার কারণেই বৈঠকে হাজির হননি সনিয়া৷ গত বেশ কয়েক মাস ধরে শারীরিক সমস্যায় ভুগছেন তিনি৷ গত মাসেই বিদেশে রুটিং চেকআপেও গিয়েছিলেন সনিয়া৷ কংগ্রেস সূত্রে খবর, শারীরিক সুস্থতার কারণে এই মুহূর্তে তাঁকে বিশ্রাম নেওয়ারই পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা৷ তবে, বৈঠকে না থাকলেও আগামী নির্বাচনে দল কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে পারে, তার পরামর্শ দিয়েছেন সনিয়া৷
[পার্টি থেকে আচমকা উধাও বিধায়কের ছেলে, রেল লাইনের পাশ থেকে উদ্ধার দেহ]
২০১৯-এর নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই বেশ কিছু ইস্যুতে আন্দোলনের তীব্রতা বাড়াতে চলেছে কংগ্রেস৷ অসম ইস্যু, দেশের বেকারত্ব সমস্যা-সহ মোদি সরকারের খামতি তুলে ধরে লাগাতার আন্দোলনে নামার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে কংগ্রেস সূত্রে খবর৷ মোদি সরকারের বিরোধিতার পাশাপাশি আঞ্চলিক দলগুলির সঙ্গে কংগ্রেসের কী অবস্থান থাকবে? জোটের রাজনীতিতে কীভাবে কংগ্রেস তাদের অবস্থান জানাবে? আসন রফার ক্ষেত্রে কতটা সমঝোতা করবে কংগ্রেস? তা নিয়েও দীর্ঘ আলোচনা চলে এদিনের এই বৈঠকে৷ এদিনের এই কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে রয়েছেন সভাপতি রাহুল গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, গোলাম নবি আজাদ, অশোক গেহলট, শীলা দীক্ষিত, সিদ্দারামাইয়া, হরিশ রাওয়াত-সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব৷
The post ছেলের হাতে দলের ব্যাটন ছেড়ে ওয়ার্কিং কমিটির বৈঠক এড়ালেন সনিয়া appeared first on Sangbad Pratidin.