shono
Advertisement

Breaking News

ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠানে মমতা, বলে শট মেরে টুর্নামেন্টের সূচনা

অংশগ্রহণকারী সব দলকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।
Posted: 05:59 PM Aug 03, 2023Updated: 08:00 PM Aug 03, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটবলে শট মেরে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও বাংলাদেশ আর্মি (Mohun Bagan vs Bangladesh Army)। ম্যাচের বল গড়ানোর আগে মমতা বন্দ্যোপাধ্যায় দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।

Advertisement

তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন। তার পরে ফুটবলে শট মারেন তিনি। একবার নয়, দু বার ফুটবলে শট মারেন মুখ্যমন্ত্রী। খেলা শুরুর আগে ডুরান্ড কাপে অংশগ্রহণকারী সব দলকে শুভেচ্ছা জানান মমতা। 

[আরও পড়ুন: পরপর দুই ম্যাচে বড় জয়ের পর ধাক্কা, ঘরের মাঠে ভবানীপুরের বিরুদ্ধে ড্র ইস্টবেঙ্গলের]

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

মমতা বন্দ্যোপাধ্যায় যে ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, তা আগেই জানিয়েছিলেন আয়োজকরা। মমতা বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন চিফ অফ আর্মি স্টাফ জেনারেল মনোজ পান্ডে এবং সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল রানাপ্রতাপ কলিতা।

[আরও পড়ুন: ফের মেসি-ম্যাজিকে জিতল ইন্টার মায়ামি, হাতছাড়া হল হ্যাটট্রিক]

দেখুন ভিডিও:

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement