shono
Advertisement

‘ইস্টবেঙ্গলকে উপযুক্ত সম্মান দেওয়া হচ্ছে না’, গোয়া ম্যাচের আগে বিস্ফোরক কুয়াদ্রাত

রেফারিং নিয়েও ক্ষোভপ্রকাশ করেন ইস্টবেঙ্গল কোচ।
Posted: 03:19 PM Oct 19, 2023Updated: 03:19 PM Oct 19, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ফুটবলের অপেশাদারিত্ব এবং রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত।
শনিবার এফসি গোয়ার বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। ছিল হোম ম্যাচ। কিন্তু কলকাতায় পুজোর জন্য পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। সেই কারণে ইস্টবেঙ্গলের হোম ম্যাচ কার্যত হয়ে গেল অ্যাওয়ে ম্যাচ। ভুবনেশ্বর রওনা হওয়ার আগে সাংবাদিক বৈঠকে লাল-হলুদ কোচ বলছেন, ভুবনেশ্বরে খেলতে আমরা একপ্রকার বাধ্য হয়েছি। নইলে আমাদের ছদিনের মধ্যে তিনটি ম্যাচ খেলতে হতো।

Advertisement

[আরও পড়ুন: মামলা বেশি, লোকবল কম! চাপ সামলাতে রাজ্য পুলিশের কর্মী চাইছে CBI]

কুয়াদ্রাত বলেছেন, ”ভুবনেশ্বরে খেলার সিদ্ধান্ত আমার। নাহলে আমাদের আগামী ৬ দিনে তিনটি ম্যাচ খেলতে হতো। কোনও প্লেয়ার যদি প্রথম ম্যাচে চোট পায়, তাহলে তাকে কমপক্ষে তিনটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে। এটা সমাধানের উপায় হতে পারে না। সমর্থকদের জন্য দুঃখের খবর। ওদের জন্য আমার খারাপ লাগছে। শিলিগুড়ি আরও একটা অপশন হতে পারত। কিন্তু পুজোর জন্য সেটাও সম্ভব ছিল না।”
বেঙ্গালুরু ম্যাচে হতশ্রী রেফারিংয়ের সম্মুখীন হয়েছে ইস্টবেঙ্গল। একটা পেনাল্টি দেওয়া হয়নি লাল-হলুদকে। সুনীল ছেত্রী একটি পেনাল্টি আদায় করে নিয়েছিলেন। ওই পেনাল্টির সিদ্ধান্ত নিয়েও বিতর্ক রয়েছে। কুয়াদ্রাতের মতে, দুটো সিদ্ধান্তই লাল-হলুদের বিরুদ্ধে গিয়েছে। ইস্টবেঙ্গলের স্প্যাবিশ কোচ বলছেন, ”বেশ কয়েকটি সিদ্ধান্ত আমাদের বিরুদ্ধে গিয়েছে। রেফারিরা ভুল করছে বারংবার। আমার মনে হয় ইস্টবেঙ্গল আরও সম্মানের যোগ্য। এই মুহূর্তে যথাযোগ্য সম্মান দেওয়া হচ্ছে না ইস্টবেঙ্গলকে।”

[আরও পড়ুন: স্ত্রীকে খুন করে আগুন লাগিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা! বউবাজারে গ্রেপ্তার স্বামী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement