shono
Advertisement
AIFF

সংবিধান পাশের মিটিংয়ে থাকবেন প্রফুল্ল প্যাটেল, কার্যকরী কমিটি নিয়ে বিপাকে ফেডারেশন

সঙ্গে থাকবেন ফেডারেশনের একদা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্তও।
Published By: Arpan DasPosted: 11:10 AM Oct 04, 2025Updated: 11:12 AM Oct 04, 2025

দুলাল দে: বহুদিন পরে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভায় উপস্থিত হতে চলেছেন ফেডারেশনের প্রাক্তন সভাপতি প্রফুল্ল প্যাটেল। সঙ্গে ফেডারেশনের একদা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্তও।

Advertisement

কিছুদিন আগেই ভারতীয় ফুটবল ফেডারেশনের সংবিধান নিয়ে রায় দিয়েছে মহামান্য সর্বোচ্চ আদালত। একই সঙ্গে জানিয়েছিল, নতুন সংবিধান চার সপ্তাহের মধ্যে ফেডারেশনের সাধারণ সভায় পাশ করিয়ে নিতে হবে। সেই কারণেই ১২ অক্টোবর বিশেষ সাধারণ সভা ডাকা হয়েছে ফেডারেশনের। যে সভায় ভারতীয় ফুটবল ফেডারেশনের নতুন সংবিধান পাশ করিয়ে নেওয়া হবে। আর এই সভাতেই বহুদিন পর উপস্থিত থাকার জন্য ওয়েস্টার্ন ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন থেকে উপস্থিত থাকবেন প্রফুল্ল প্যাটেল এবং বঙ্গ ফুটবলের নিয়মক সংস্থা আইএফএ-র তরফে উপস্থিত থাকবেন সুব্রত দত্ত।

এর আগে ফেডারেশনের মিটিংয়ে আইএফএ-র তরফে কোনওটায় উপস্থিত ছিলেন সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, কোনওটায় উপস্থিত ছিলেন সচিব অনির্বাণ দত্ত। এবারের গুরুত্বপূ্র্ণ বিশেষ সাধারণ সভায় উপস্থিত থাকার জন্য আইএফএ নাম পাঠিয়ে দিয়েছে সুব্রত দত্তর। ফলে ফেডারেশন রাজনীতিতে প্রফুল্ল প্যাটেলের নেতৃত্বে বিরোধী গোষ্ঠী যে মাথা চাড়া দিচ্ছে তা বলাই বাহুল্য। বহুদিন পর ফেডারেশনের সভায় প্রফুল্ল প্যাটেলের উপস্থিতি যে অন্য রকম আবহ তৈরি করবে তা নিশ্চিত।

তবে বিশেষ সাধারণ সভায় ভারতীয় ফুটবল ফেডারেশনের নতুন সংবিধান পাশ করানোর মিটিংয়ে অন্য একটি ইস্যু নিয়ে ফেডারেশন কর্তাদের রাতের ঘুম নষ্ট হয়েছে তা অনেকেই বুঝতে পারছেন। ফেডারেশনের নতুন সংবিধানে ২৫.৩ অনুচ্ছেদে বলা আছে, ফেডারেশনের কার্যকারী কমিটির সদস্য হলে তাঁকে রাজ্য সংস্থার পদ ছাড়তে হবে। যার অর্থ, রাজ্য ফুটবল সংস্থা অথবা সর্বভারতীয় ফুটবল সংস্থার মধ্যে সদস্য হিসাবে থাকার জন্য যে কোনও একটি সংস্থাকে বেছে নিতে হবে। এখানেই হচ্ছে মূল সমস্যা। ফেডারেশনের বর্তমান কার্যকরী কমিটিতে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হ্যারিস সহ বেশিরভাগ সদস্যই কোনও না কোনও রাজ্য ফুটবল সংস্থার প্রতিনিধি হিসাবে আছেন। যাঁরা ফেডারেশনের কার্যকরী কমিটির সদস্য হওয়ার পাশাপাশি রাজ্য ফুটবল সংস্থার কার্যকরী কমিটিরও সদস্য। ফলে সমস্যায় পড়েছেন তাঁরাই। ফেডারশন সভাপতি কল্যাণ চৌবের অবশ্য এই জাতীয় কোনও রকম সমস্যা নেই। তিনি গুজরাট ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসাবে ফেডারেশনে আছেন, তবে তিনি সেই রাজ্য সংস্থার কোনও পদে নেই। ফলে দুটো সংস্থার সদস্য হওয়া নিয়ে নতুন সংবিধানে কিছু সদস্যদের জন্য যে সমস্যা তৈরি হয়েছে তা কল্যাণ চৌবের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

কিন্তু ফেডারেশনের কার্যকরী কমিটি চলবে কীভাবে? আপাতত যা জানা যাচ্ছে, নতুন সংবিধান পাশ হয়ে যাওয়ার পর যাঁরা দুটি সংস্থারই সদস্য, একটি সংস্থা বেছে নিতে বললে তাঁরা রাজ্য সংস্থার পদকেই বেছে নিতে চান। কারণ, ফেডারেশনে বর্তমান এই কমিটির মেয়াদ রয়েছে আরও আট মাসের মতো। তারপরেই রয়েছে নির্বাচন। এই কমিটিতে এখন থাকতে গেলে রাজ্য ফুটবল সংস্থার পদ ছেড়ে দিতে হবে। এদিকে আট মাস পরে ফেডারেশনের নির্বাচনে বর্তমান কার্যকরী কমিটির সদস্যরাই যে নির্বাচিত হবেন এরকম কোনও গ্যারান্টি নেই। সেইরকম হলে ফেডারেশনের পদও যাবে আবার রাজ্য ফুটবল সংস্থার পদও হাতছাড়া হবে। বলতে গেলে প্রশাসক হিসাবে ফুটবল মহল থেকে হারিয়ে যেতে হবে। তাই ফেডারেশনের কার্যকরী কমিটির বহু সদস্যরাই চাইছেন না রাজ্য ফুটবল সংস্থার পদ ছেড়ে দিয়ে মাত্র আট মাসের জন্য ফেডারেশনের কমিটিতে থাকতে। আর সত্যি সত্যিই যদি এই রকমটা হয় ফেডারেশনের কার্যকরী কমিটিতে শূন্যতা তৈরি হবে। যে শূন্যতা মিটতে পারে একমাত্র কার্যকরী কমিটির নির্বাচন করে নতুন সদস্য অন্তর্ভূক্তি করে। ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হ্যারিস, যিনি এই মুহূর্তে ফেডারেশনে অত্যন্ত প্রভাবশালী তিনি বেঙ্গালুরু রাজ্য ফুটবল সংস্থার সভাপতি। তিনিও নিশ্চয় বেঙ্গালুরু রাজ্য ফুটবল সংস্থার সভাপতির পদ ছেড়ে দেবেন না।

তাহলে এই সমস্যা কীভাবে মেটানো সম্ভব হবে? অনেকে তাকিয়ে আছেন স্পোর্টস বিলের দিকে। কিন্তু এখনও পর্যন্ত কোনও ভারতীয় ক্রীড়া সংস্থাতেই স্পোর্টস বিল প্রয়োগ হয়নি। যেহেতু তা প্রয়োগ হয়নি সেখানে এই বিষয়ে যথাযথভাবে কী আইন প্রয়োগ করা হয়েছে অনেকেরই তা জানা নেই। কিন্তু তার আগে সর্বোচ্চ আদালত থেকে যেহেতু নতুন সংবিধান তৈরি করে দেওয়া হয়েছে আপাতত সেই সংবিধানকেই মান্যতা দিতে হবে ভারতীয় ফুটবল ফেডারেশনকে। আর তা করতে গিয়েই রাতের ঘুম উড়েছে কয়েকজন কর্তার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বহুদিন পরে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভায় উপস্থিত হতে চলেছেন ফেডারেশনের প্রাক্তন সভাপতি প্রফুল্ল প্যাটেল।
  • সঙ্গে ফেডারেশনের একদা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্তও।
  • ফলে ফেডারেশন রাজনীতিতে প্রফুল্ল প্যাটেলের নেতৃত্বে বিরোধী গোষ্ঠী যে মাথা চাড়া দিচ্ছে তা বলাই বাহুল্য।
Advertisement