shono
Advertisement

এএফসি কাপে মোহনবাগানের সূচি ঘোষিত, কবে কার সঙ্গে খেলা?

মাছিন্দ্রা ও আবাহনীকে মাটি ধরিয়ে এএফসি কাপের গ্রুপ পর্বে মোহনবাগান।
Posted: 01:29 PM Aug 25, 2023Updated: 01:44 PM Aug 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এএফসি কাপের (AFC Cup) গ্রুপ ডি-তে রয়েছে মোহনবাগান (Mohun Bagan)। সবুজ-মেরুনের সঙ্গে একই গ্রুপে রয়েছে ওড়িশা এফসি, মাজিয়া স্পোর্টস এবং বসুন্ধরা কিংস।

Advertisement

ওড়িশার বিরুদ্ধে ম্যাচ দিয়ে এএফসি কাপে অভিযান শুরু করছে সবুজ-মেরুন। মোহনবাগানের প্রথম ম্যাচটাই অ্যাওয়ে। ১৯ সেপ্টেম্বর মোহনবাগান-ওড়িশা এফসি ম্যাচ। 

[আরও পড়ুন: ‘ভারতীয় দলে খেলার যোগ্যতা নেই চাহালের’, টিম ইন্ডিয়ার নির্বাচকদের পাশে প্রাক্তন পাক তারকা]

২ অক্টোবর মোহনবাগানের হোম ম্যাচ। প্রতিপক্ষ মাজিয়া। ১১ ডিসেম্বর মালদ্বীপের ক্লাবটির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ সবুজ-মেরুনের।

২৪ অক্টোবর আবার হোম ম্যাচ মোহনবাগানের। বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের সামনে কামিন্সরা। ৭ নভেম্বর বসুন্ধরার সঙ্গে অ্যাওয়ে ম্যাচ ফেরান্দোর দলের। ২৭ নভেম্বর সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগানের মুখোমুখি ওড়িশা এফসি। উল্লেখ্য, নেপালের মাছিন্দ্রা ও বাংলাদেশের ঢাকা আবাহনীকে খুব সহজেই হারিয়ে এএফসি কাপের গ্রুপ পর্বে পৌঁছেছে মোহনবাগান। 

 

এদিকে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান নামছে ২৭ আগস্ট। সবুজ-মেরুনের প্রতিপক্ষ মুম্বই সিটি।

[আরও পড়ুন: ফিটনেস টেস্টে রেকর্ড গড়েও ভারতীয় বোর্ডের রোষানলে কোহলি, কী এমন ‘দোষ’ করলেন?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement