shono
Advertisement

Breaking News

ISL 10: ফেরান্দোর উপর চাপ বাড়ালেন পায়ের চোটে নাজেহাল দিমিত্রি! কবে মাঠে নামবেন সবুজ-মেরুনের স্ট্রাইকার?

চাপ কাটাতে পারবে মোহনবাগান?
Posted: 11:34 AM Nov 26, 2023Updated: 12:00 PM Nov 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশিক কুরুনিয়ানের চলতি মরশুমে ফেরার সম্ভবনা কম। আনোয়ার আলি রিহ্যাব করছেন। মনবীর সিংয়ের ফিরতে কিছুদিন সময় লাগবে। চলতি আইএসএল-এ (ISL 10) দিমিত্রি পেত্রাতোসও (Dimitri Petratos) কি সেই পথের পথিক হলেন?

Advertisement

শনিবার মোহনবাগানের (Mohun Bagan) অনুশীলন পর্ব শেষে মাঠ ছাড়ার সময় সেই ইঙ্গিত দিয়ে গেলেন দিমিত্রি নিজেই। ক্রিকেট মাঠের অজি তারকা ডেভিড ওয়ার্নারকে (David Warner) মাঝেমাঝেই দেখা যায় ‘পুষ্পা’ সেলিব্রেশন করতে। দিমিত্রিকেও কি দেখা যাবে সেভাবে গোল উদযাপন করতে? বিষয়টি বুঝতে পেরে তিনি বলে গেলেন, “অবশ্যই এভাবে গোল উদযাপন করব। তবে সেটা কয়েক সপ্তাহ পর। এখন চোট আছে।”

বৃহস্পতিবার অনুশীলনের মাঝে হঠাৎই পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে আসেন দিমিত্রি। এরপর পায়ে ক্রেপ জড়ানো অবস্থায় তাঁবু ছাড়তে দেখা যায় তাঁকে। সেই ঘটনার পর থেকে এখনও পর্যন্ত বল পায়ে অনুশীলনে নামেননি সবুজ-মেরুনের অজি হার্টথ্রব। শুক্রবারের মতো এদিনও মনবীরকে সঙ্গে নিয়ে পায়ে ক্রেপ জড়ানো অবস্থায় মাঠের পাশে বেঞ্চেই বসে থাকলেন দিমিত্রি। মাঝে কিছুটা সময় দু’জনেই ড্রেসিংরুমে ফিজিওর তত্বাবধানে রিহ্যাব সারেন। মনবীরের কুঁচকির সমস্যাও মেটেনি এখনও মাঠ ছাড়ার সময় রীতিমতো খোঁড়াতে দেখা গিয়েছে তাঁকে।

[আরও পড়ুন: এগিয়ে থেকেও পয়েন্ট নষ্ট, আইএসএলে ফের ড্র ইস্টবেঙ্গলের]

সোমবার অর্থাৎ ২৭ নভেম্বর ওড়িশা এফসি-র (Odisha FC) বিরুদ্ধে ঘরের মাঠে এএফসি কাপের ম্যাচে নামবে মোহনবাগান। প্রতিযোগিতার নকআউটে যাওয়ার রাস্তা এখন বেশ কঠিন সবুজ-মেরুনের জন্য। এমন ম্যাচ থেকে আনোয়ার-মনবীরের পর দিমিত্রিও ছিটকে গেলে চাপ আরও বাড়বে কোচ জুয়ান ফেরান্দোর (Juan Ferando)। অবশ্য শুধু দিমিত্রি নয়, ফেরান্দোকে ভাবনা বাড়তে পারে অনিরুধ থাপাকে নিয়েও। এদিন অনুশীলনের মাঝে বারবারই পায়ে অস্বস্তি হচ্ছিল এই মিডফিল্ডারের। সূত্রের খবর, ফের তাঁর হাঁটুতে ‘ফ্লুইড’ জমে গিয়েছে। অতীতেও কয়েকবার এই সমস্যা ভুগিয়েছে থাপাকে। গত ডিসেম্বরে হাঁটুর চোটের জন্য পাঁচ ম্যাচ বাইরেও থাকতে হয় তাঁকে। ফলে লম্বা মরশুমের মাঝে এই তারকা মিডিওর হাঁটুর সমস্যা বাড়লে নতুন করে পরিকল্পনা তৈরি করতে হবে কোচ ফেরান্দোকে।

শেষ তিন সাক্ষাতেই ওড়িশাকে হেলায় হারিয়েছে মোহনবাগান। এএফসি-র অ্যাওয়ে পর্বেও ৪-০ ব্যবধানে জিতেছে সবুজ-মেরুন। এই আবহে সোমবারের ম্যাচে ফেভারিট হিসাবেই নামছে জুয়ান ফেরান্দোর দল। এদিন অনুশীলন পর্বে দলকে দু’ভাগ করে ওড়িশা ম্যাচের প্রস্তুতি সারলেন ফেরান্দো। একদিকে জেসন কামিংস, থাপা, লিস্টন কোলাসো, সাহাল আবদুল সামাদরা সেট-পিস মুভমেন্ট থেকে গোল করার অনুশীলন করলেন সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডার নজরদারীতে। আর্মান্দো সাদিকু, শুভাশিস বসুদের নিয়ে মাঝমাঠ থেকে আক্রমণে শুরু করার ছকে শান দিলেন ফেরান্দো নিজেই। যা পরিস্থিতি, ওড়িশা ম্যাচে প্রথম একাদশে থাকতে পারেন দলের তরুণ সদস্য কিয়ান নাসিরি। যদিও সবুজ-মেরুনের অনুশীলন নয়, এখন আলোচনা দিমিত্রির চোট নিয়েই।

[আরও পড়ুন: ব্যাটে-বলে ‘প্রভাবহীন’ শার্দূলকে ছেড়ে দিল কেকেআর, তালিকায় আর কে কে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement