shono
Advertisement

Breaking News

ISL 2023-24: গোল মিসের মহড়া চললেও ফুটবলারদের মানসিকতায় মুগ্ধ কুয়াদ্রাত

তিন পয়েন্ট মাঠে ফেলে এল ইস্টবেঙ্গল।
Posted: 09:50 AM Sep 26, 2023Updated: 09:50 AM Sep 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেক চেষ্টা করেও জয় অধরা। চলতি আইএসএল-এ (ISL 2023-24) জামশেদপুরের (Jamshedpur FC) বিরুদ্ধে শুরুটা খুব ভালো হল না। একাধিক গোলের সুযোগ হেলায় নষ্ট করার জন্য তিন পয়েন্ট মাঠে ফেলে এল ইস্টবেঙ্গল (East Bengal)। তবে গোলশূন্য ড্র হলেও ছেলেদের মানসিকতায় মুগ্ধ কার্লেস কুয়দ্রাত (Carles Cuadrat)। তিন পয়েন্ট মাঠে ফেলে এলেও জামশেদপুর ম্যাচ এখন অতীত। ৩০ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার হায়দরাবাদ এফসি-র (Hyderabad FC) বিরুদ্ধে ঘরের মাঠে নামবে লাল-হলুদ।

Advertisement

ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে এসে লাল-হলুদের হেড কোচ বলেন, “আমরা সবে মরশুম শুরু করছি এবং অনেক কিছুই ক্রমশ উন্নতি হবে। তবে দলের ছেলেরা যা খেলেছে, তাতে আমি সন্তুষ্ট। অনেক সুযোগ তৈরি করেছি আমরা। শুরুতেই আমরা গোল পেয়ে গেলে ছবিটা পুরো বদলে যেত। সেক্ষেত্রে প্রতিপক্ষ গোল শোধ করার জন্য আরও ওপেন হয়ে যেত এবং আমরাও আরও আক্রমণ করতে পারতাম।”

[আরও পড়ুন: দুই ম্যাচে ৩২ গোল, এশিয়ান গেমসে ছুটছে হরমনপ্রীতের ভারতীয় দল]

ডুরান্ড কাপ দিয়ে মরশুম শুরু করেছিল লাল-হলুদ। গ্রুপ পর্বে মোহনবাগানকে হারালেও ফাইনালে সবুজ-মেরুনের কাছে হার হজম করেছিল কুয়াদ্রাতের দল। তার পরে যা সময় পাওয়া গিয়েছে, তা দিয়েই আইএসএলের জন্য প্রস্তুত হয়েছিল কুয়াদ্রাতের দল। যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময়েই কঠিন। ইস্টবঙ্গল প্রথমার্ধে জামশেদপুরের বক্সে একাধিক বার হানাদারি চালায়। কিন্তু ভাগ্য এদিন সহায় ছিল না। জামশেদপুরের গোলকিপার রেহনেশ একাধিক বার দলকে বাঁচান।

তাই তিন পয়েন্ট না পেলেও অখুশি নন স্প্যানিশ কোচ। তিনি যোগ করলেন, “গোল করতে না পারলেও, ভালো খেলেছি আমরা। সবাইকে বুঝতে হবে যে, উল্টোদিকের দলটাও আমাদের হারাতেই নেমেছিল। ওরাও ম্যাচ জেতার পরিকল্পনা করেছিল। আমি ছেলেদের পারফরম্যান্সে আমি খুশি। তবে রক্ষণে আমাদের আরও উন্নতি দরকার।”

গতবারের সর্বোচ্চ স্কোরার ব্রাজিলীয় ফরোয়ার্ড ক্লেটন সিলভাকে ম্যাচের ৫৭ মিনিটের মাথায় নামতে দেখা যায়। মাঠে নামলেও চেনা ছন্দে পাওয়া যায়নি তাঁকে। অফ সিজনের পর যে তাঁর জড়তা এখনও কাটেনি। তিনি এখনও পুরো ফিট নন। সেটা বেশ বোঝা গেল। ক্লেটন যে আনফিট সেটা স্বীকারও করে নিয়েছেন। ক্লেটন সম্পর্কে তিনি বলেন, “এখনও পুরো তৈরি হয়নি ক্লেটন। ও যেহেতু দেরি করে দলে যোগ দেয়, তাই ডুরান্ড কাপে ও বেশিক্ষণ মাঠে থাকতে পারেনি। তবে ও আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। যখন বুঝব, ওকে দিয়ে শুরু করানো যেতে পারে, তখন নিশ্চয়ই ওকে দিয়ে শুরু করাব।”

[আরও পড়ুন: একাধিক সুযোগ নষ্ট, আইএসএলের প্রথম ম্যাচ ড্র করল ইস্টবেঙ্গল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement