সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে মুখ থুবড়ে পড়েছে টিম ইন্ডিয়া। তা সত্ত্বেও টি-টোয়েন্টি সিরিজের জন্য দাম পেল না অভিজ্ঞতা। অজিঙ্ক রাহানে থেকে যুবরাজ সিং, ভারতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটারদের বাইরে রেখেই বাছাই পর্ব সেরে ফেলল এমএসকে প্রসাদের নির্বাচকমণ্ডলী।
[বৃথা গেল বিরাটের সেঞ্চুরি, শুরুতেই নিউজিল্যান্ডের কাছে হার ভারতের]
১ নভেম্বর থেকে কিউয়িদের বিরুদ্ধে ফিরোজ শাহ কোটলায় টি-টোয়েন্টি সিরিজে নামবেন বিরাটরা। আর তার জন্য ১৬ জনের দলে রাখা হল তরুণ মহম্মদ সিরাজ এবং শ্রেয়স আইয়ারকে। নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ বলছেন, “প্রথম শ্রেণি, ওয়ানডে এবং টি-টোয়েন্টি -সব ফরম্যাটেই ভাল ছন্দে রয়েছেন সিরাজ। তাই তাঁকে সুযোগ দেওয়া হল। আমরা কোনও ক্রিকেটারকে বাছাই করলে অনেকটাই সুযোগ দিয়ে থাকি। সিরাজের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।” ১৬ জনের দলে রয়েছেন আশিস নেহরাও। উইলিয়ামসনদের বিরুদ্ধে টি-টোয়েন্টি খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। এছাড়া ওয়ানডের মতো ছোট ফরম্যাটেও থাকছেন দীনেশ কার্তিক। ফিরছেন লোকেশ রাহুলও। তবে বিশ্রামের নামে এবারও বাদ দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম দুই টেস্টে ফিরছেন তাঁরা। আর অস্ট্রেলিয়া সিরিজের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও যুবরাজকে দলে না নিয়ে যেন তাঁর কেরিয়ার শেষ হয়ে যাওয়ারই ইঙ্গিত দিয়ে দিলেন
নির্বাচকরা।
এদিকে ১৬ নভেম্বর থেকে কলকাতা ও নাগপুরে হতে চলা ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচের জন্যও ভারতীয় দল ঘোষণা করলেন নির্বাচকরা। যেখানে প্রসাদ জানিয়ে রাখলেন দল বাছাইয়ে রোটেশন পদ্ধতি এখনও চালু রয়েছে। যা থেকে বাদ পড়বেন না অধিনায়ক বিরাট কোহলিও। লাসিথ মালিঙ্গাদের বিরুদ্ধে শেষ টেস্ট এবং ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে কোহলিকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কঠিন লড়াইয়ের আগে বিরাটকে তরতাজা রাখতেই এমন সিদ্ধান্ত নিতে পারেন তাঁরা। টেস্টে চোট সারিয়ে দলে ফিরছেন মুরলী বিজয়। থাকছেন তিন পেসার উমেশ যাদব, মহম্মদ শামি ও ইশান্ত শর্মা।
[সাম্বা সেলিব্রেশনের দিন হারের জন্য রেফারিকে দায়ী করলেন জার্মান কোচ]
The post টি-টোয়েন্টি সিরিজে ডাক তরুণ সিরাজের, টেস্টে ফিরছেন বিজয় appeared first on Sangbad Pratidin.
