shono
Advertisement

পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক, জামশেদপুরকে হারিয়ে আইএসএলে চতুর্থ জয় মোহনবাগানের

আইএসএলে প্রথমবার গোল করলেন সাদিকু।
Posted: 10:07 PM Nov 01, 2023Updated: 10:22 PM Nov 01, 2023

মোহনবাগান: ৩( সাদিকু, লিস্টন, কিয়ান)

Advertisement

জামশেদপুর এফসি: ২ (সানান, আমরি) 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএলে (ISL) জয়ের ধারা অব্যাহত মোহনবাগানের (Mohun Bagan)। জামশেদপুর এফসিকে (Jamshedpur FC) ৩-২ গোলে হারিয়ে আইএসএলের শীর্ষস্থানে আরও জাঁকিয়ে বসল সবুজ মেরুন ব্রিগেড। পিছিয়ে পড়েও বিপক্ষেত ঘরের মাঠে দাপুটে কামব্যাক করলেন জুয়ান ফেরান্দোর শিষ্যরা। গুরুত্বপূর্ণ ফুটবলারদের ছাড়াই অ্যাওয়ে ম্যাচে দলের দাপট হাসি ফোটাল বাগান সমর্থকদের মুখে। সাদিকু, লিস্টন ও কিয়ানের গোলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল মোহনবাগান।

বুধবার ম্যাচে নামার আগেই ছিটকে গিয়েছিলেন দলের তিন ভরসা। ডিফেন্ডার আনোয়ার আলি (Anwar Ali) চোট পেয়ে মাঠের বাইরে। জ্বরে ভুগছেন জেসন কামিন্স। সোমবার অনুশীলনে চোট পাওয়ায় দলের সঙ্গে জামশেদপুর যাননি হুগো বুমোসও। দুর্বল জামশেদপুরের বিরুদ্ধে তিন তারকাকে ছাড়াই নামতে হয় মোহনবাগানকে।

[আরও পড়ুন: নিউজিল্যান্ডকে উড়িয়ে কার্যত সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা, খুলে গেল পাকিস্তানের রাস্তাও]

ম্যাচের শুরুতে ঘরের মাঠে বেশ দাপট ছিল জামশেদপুরের। দুরন্ত গতিতে দৌড়নোর পাশাপাশি বল নিজের দখলে রাখছিলেন মানজোরোরা। মাত্র সাত মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় জামশেদপুর। গোলকিপারের সেভ থেকেই ফিরতি বলে জোরাল শট মেরে গোলে বল জড়িয়ে দেন সানান। তবে গোল খাওয়ার পর ম্যাচে ফেরে মোহনবাগান। ২৯ মিনিটের সাহাল ও মনবীরের দুরন্ত পাস থেকে গোল করেন সাদিকু। আইএসএলে এই প্রথম গোল করলেন আলবেনিয়ার তারকা। 

হাফটাইমের পর থেকে একেবারে অন্য মেজাজে মাঠে নামে মোহনবাগান। গোটা মাঠে দাপিয়ে খেলা শুরু করেন সাহালরা। তার ফল ৫০ মিনিটে লিস্টনের গোল। মাঠের বাঁদিক থেকে বল নিয়ে উঠে, ডিফেন্ডারদের কাটিয়ে সোজা গোলে বল ঠেলে দেন। ওখানেই ম্যাচের ভাগ্য লেখা হয়ে যায়। ৭৩ মিনিটে পরিবর্ত হিসাবে নেমে মাত্র সাত মিনিটের মাথায় দুরন্ত গোল করেন কিয়ান নাসিরিও। যদিও ম্যাচের শেষদিকে পেনাল্টিতে গোল করে হারের ব্যবধান কমান স্টিভ আমরি।

[আরও পড়ুন: কেন্দ্রীয় চুক্তিতে রাখেনি বোর্ড, ভরা বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত ইংরেজ তারকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement