সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, ক্যাচেস উইন ম্যাচেস। ক্যাচ ধরো, ম্যাচ জেতো।
তামিলনাড়ু প্রিমিয়ার লিগে অবশ্য ঘটল উল্টোটাই। মাদুরাই প্যান্থার্সের স্পিনার মুরুগান অশ্বিন (Murugan Ashwin) দুরন্ত ক্যাচ ধরলেও তাঁর দল হেরে যায় ডিনডিগুল ড্রাগন্সের কাছে। দল হেরে গেলেও মুরুগান অশ্বিনের ক্যাচ নিয়ে জোর চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
মাদুরাই প্যান্থার্সের ১২৩ রান তাড়া করতে নেমেছিল ডিনডিগুল ড্রাগন্স। চতুর্থ ওভারে গুরজপনীত সিংয়ের বলে চালিয়েছিলেন এস অরুণ। বল শূন্যে। মুরুগান অশ্বিন ফিল্ডিং করছিলেন পয়েন্টে। অরুণ শট মারার পরই পয়েন্ট থেকে দৌড়তে শুরু করেন মুরুগান অশ্বিন। বলের থেকে সামান্য দূরে ছিলেন তিনি। মুরুগান অশ্বিন শরীর ছুঁড়ে দিয়ে ক্যাচটা ধরেন। ডিনডিগুল ম্যাচটা সাত উইকেটে জিতে নেয়। পয়েন্ট টেবিলের উপরে ডিনডিগুল ড্রাগন্স।
[আরও পড়ুন: ‘আমার দ্বিগুণ ট্রমায় ছিলেন বাবা’, WTC ফাইনালে মানসিক অবস্থা নিয়ে সরব অশ্বিন]
মুরুগান অশ্বিনের ক্যাচ দেখার পরে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। এক টুইটার ব্যবহারকারী লেখেন, ”আরসিবিতে খেলার সময়ে হাতের কাজও ফেলে দিত মুরুগান অশ্বিন। এটা আমার বেশ মনে আছে।”