shono
Advertisement
Vinod Kambli

বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েও পিছিয়ে আসেন কাম্বলির স্ত্রী আন্দ্রেয়া, কেন?

কাম্বলির বিশৃঙ্খল জীবনযাপনের কারণেই সংসার ভাঙার সিদ্ধান্ত নেন আন্দ্রেয়া।
Published By: Kishore GhoshPosted: 09:44 PM Jan 27, 2025Updated: 09:44 PM Jan 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শচীন তেণ্ডুলকরের থেকেও বেশি প্রতিভাবান। এক সময় এমনটাই মনে করা হত বিনোদ কাম্বলি সম্পর্কে। সম্প্রতি অসুস্থতা-সহ একাধিক কারণে খবরে উঠে এসেছেন ভারতীয় ক্রিকেট দলের এই প্রাক্তন ওপেনার। যা দেখে মনখারাপ ভক্তদের। যদিও অসুস্থতার কারণ কাম্বলি নিজেই, বিশৃঙ্খল জীবনযাপনেই বিপত্তি, এমনটাই কাম্বলি-ঘনিষ্ঠদের বক্তব্য। এই বেপরোয়া যাপনের কারণেই ক্রিকেটারের স্ত্রী আন্দ্রেয়া হিউইট এক সময় সংসার ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এমনকী আদালতে আবেদন করেছিলেন। যদিও শেষ পর্যন্ত পিছিয়ে আসেন। কেন?

Advertisement

সম্প্রতি একটি সাক্ষাৎকারে আন্দ্রেয়া বলেন, "কাম্বলি আসলে ভীষণ শিশুসুলভ। সেটাই আমাকে ভাবিয়েছিল।" এই কারণেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েও চিন্তায় ছিলেন তিনি। সাক্ষাৎকারে আন্দ্রেয়া জানান, একবার তিনি রাগ করে ঘর ছাড়েন। কিন্তু পিছুটান তাঁকে ছাড়েনি। বলেন, "কিছু ক্ষণ পরই মনে হয়েছিল, ও কি খেয়েছে? ও কি ঠিক মতো শুতে পারবে?"

প্রেমের সম্পর্ক ছিল আন্দ্রেয়া ও কাম্বলির। ২০০৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। যদিও খেলা ছাড়র পরে নেশায় বুঁদ হন কাম্বলি। এই পর্যায় থেকে স্বামী-স্ত্রীর সম্পর্কের অবনতি হয়। যদিও ভালোবাসার মানুষটির জন্য যথাসাধ্য করেছেন আন্দ্রেয়া। সুস্থ জীবনে ফেরাতে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা, নেশামুক্তি কেন্দ্রে নিয়ে যাওয়া ইত্যাদি। বন্ধু সচিন তেন্ডুলকর-সহ অনেকেই কাম্বলিকে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন।

তিতিবিরক্ত আন্দ্রেয়াও একসময় বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলেন। যদিও শেষ পর্যন্ত সেই কঠিন সিদ্ধান্ত নিতে পারেননি। ভালো দিনের মতোই আজ খারাপ দিনেও আন্দ্রেয়াই কাম্বলির সত্যিকারের বন্ধু। একথা সব থেকে বেশি করে জানেন খোদ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার। যাঁকে মনে করা হত শচীন তেণ্ডুলকরের থেকেও বেশি প্রতিভাবান। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সম্প্রতি একটি সাক্ষাৎকারে আন্দ্রেয়া বলেন, "কাম্বলি আসলে ভীষণ শিশুসুলভ।
  • প্রেমের সম্পর্ক ছিল আন্দ্রেয়া ও কাম্বলির। এরপর ২০০৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।
Advertisement