shono
Advertisement

কলার খোসা ফেলে দিচ্ছেন? ব্যবহারিক গুণ জানলে অবাক হবেন আপনি

কলার খোসা কোনও বিকল্প নেই৷ The post কলার খোসা ফেলে দিচ্ছেন? ব্যবহারিক গুণ জানলে অবাক হবেন আপনি appeared first on Sangbad Pratidin.
Posted: 08:38 PM Oct 17, 2018Updated: 08:38 PM Oct 17, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলা খেতে পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা বেশি নয়৷ কলার গুণাগুণ নিয়েও নতুন করে কিছু বলার নেই৷ এ তো গেল কলার কথা৷ কলার খোসা আমরা সাধারণত ফেলে দিই৷ তা কোনও কাজে আসে না বলেই আমাদের ধারণা৷ কিন্তু আজ থেকে কলার খোসা ফেলে দেওয়ার মতো ভুল আর করবেন না৷ ফল হিসাবে যেমন কলার কোনও বিকল্প হতে পারে না, তেমনই বাড়ির কাজেও কলার খোসার ব্যবহারিক গুণাগুণ জানলে অবাক হবেন আপনিও৷

Advertisement

[গৃহসজ্জায় আনুন অভিনবত্ব, ঘর সাজান দড়ি দিয়ে]

আমাদের বাড়িকে প্রত্যেকেরই চামড়ার জিনিসপত্র থাকে৷ ব্যাগ, বেল্ট আরও কত কী৷ পরিষ্কার না করলে কালো হয়ে যায়৷ অনেক সময়ই ব্যাগ বা বেল্ট ভাল থাকলেও, নোংরা হয়ে যাওয়ার ফলে আর তা ব্যবহারযোগ্য থাকে না৷ কিন্তু জানেন কী কলার খোসা দিয়েই আপনি পরিষ্কার করে ফেলতে পারেন চামড়ার ব্যাগ, বেল্ট৷ কলার খোসার মধ্যে থাকা সাদা অংশ চামড়ার ব্যাগ ও বেল্টের ঔজ্জ্বল্য ধরে রাখতে সাহায্য করে৷

[পুজোময় হয়ে উঠুক ঘরের সাজ, আনুন নতুন চমক]

ক্রমেই সামনে বাগান-সহ বড় বাড়ির চল কমছে৷ এক বা দু-কামরার ফ্ল্যাটই এখন আমাদের ঠিকানা৷ কিন্তু তাই বলে কী বাড়িতে সবুজের ছোঁয়া থাকবে না? তাই তো এখন অনেকেই বসার ঘর কিংবা ব্যালকনিতে গাছ সাজিয়ে রাখেন৷ ব্যালকনিতে রাখা গাছের পাতা অনেক সময়ই নোংরা হয়ে যায়৷ কিন্তু বেশি জল দিয়ে পাতাগুলি পরিষ্কার করলে, তা গাছের ক্ষেত্রে হানিকারক হতে পারে৷ গাছের পাতা অপরিষ্কার থাকলে, তা বাড়ির সৌন্দর্য বাড়ানোর পরিবর্তে হয় উলটোটাই৷ গাছের পাতা পরিষ্কারের জন্য ব্যবহার করতে পারেন কলার খোসা৷ এভাবে পাতাগুলি পরিষ্কার যেমন হবে, তেমনই ধুলোময়লা গাছের পাতায় জমার সম্ভাবনাও কম৷

[উৎসবের মরশুমে নতুনভাবে সাজিয়ে তুলুন ঘরের সিলিং]

জুতো পালিশের ক্ষেত্রেও কলার খোসার কোনও বিকল্প নেই৷ একবার কলার খোসার ভিতরের সাদা অংশ দিয়ে আপনার জুতো খসে নিলে তফাৎটা নিজে চোখেই দেখতে পাবেন৷

[সুস্থ থাকতে সাহায্য করে বেডরুমের রং! আর যৌনতায়?]

দাঁতের ঔজ্জ্বল্য ধরে রাখার জন্য কলার খোসার কোনও বিকল্প নেই৷ জানেন কী, দাঁত পরিষ্কার করার জন্য মাজনের চেয়েও বেশি কাজে দেয় কলার খোসা৷

The post কলার খোসা ফেলে দিচ্ছেন? ব্যবহারিক গুণ জানলে অবাক হবেন আপনি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement