shono
Advertisement

জানেন, কেন ইদে আলিঙ্গন করতে নিষেধ করছেন খোদ মৌলবিরা?

কিন্তু কেন এই সিদ্ধান্ত? The post জানেন, কেন ইদে আলিঙ্গন করতে নিষেধ করছেন খোদ মৌলবিরা? appeared first on Sangbad Pratidin.
Posted: 01:27 PM Sep 02, 2017Updated: 01:20 PM Oct 01, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুরবানি ইদ-ত্যাগের উৎসব৷ আত্মত্যাগের এই দিনে পরস্পরকে আলিঙ্গন করেই শুভেচ্ছা জানান ধর্মপ্রাণ মুসলিমরা৷ দীর্ঘদিনের রীতি৷ এই আলিঙ্গনেই পারস্পরিক বন্ধন যেন সুদৃঢ় হয়৷ অথচ সেই আলিঙ্গনেই বাদ সাধছেন খোদ মৌলবিরা৷ উত্তরপ্রদেশে এই মর্মে চলছে প্রচারও৷

Advertisement

কিন্তু কেন এই সিদ্ধান্ত?

নোট বাতিলে বড় সংকট থেকে বেঁচেছে দেশ, মত অনিল বোকিলের  ]

জানা যাচ্ছে, উৎসবের আনন্দে থাবা বসিয়েছে সোয়াইন ফ্লু৷ ইতিমধ্যেই সে রাজ্যে প্রায় ৬৬ জন প্রাণ হারিয়েছেন এই রোগের প্রকোপে৷ সংখ্যা আরও বেশি হলেও অবাক হওয়ার কিছু নেই৷ ক্রমশ মহামারির আকার নিচ্ছে এই রোগ৷ এই পরিস্থিতিতে পারস্পরিক আলিঙ্গনে তা আরও দ্রুত ছড়াতে পারে৷ অথচ ইদে রীতি মেনে মুসলিমরা তা করবেনই৷ এ নিয়েই চিন্তায় পড়েন মৌলবিরা৷ শেষমেশ সিদ্ধান্ত নেওয়া হয়, ইদে শুভেচ্ছা বিনিময় হবে ঠিকই, কিন্তু কোনওরকম আলিঙ্গন নয়৷ মৌলবিদের এ কথায় রাজি হন ইমামরাও৷ শুক্রবার প্রায় সবক’টি মসজিদ থেকে এই বার্তা প্রচার করা হয়৷ সেইমতো বহু মানুষই পরস্পরকে মুখে শুভেচ্ছা জানাচ্ছেন৷ কিন্তু আলিঙ্গনাবদ্ধ হচ্ছেন না৷ ইদের চেনা ছবিতে তাই এবার যেন একটু বদল৷ পরিবর্তন অন্য এক বিষয়েও৷ নিজেদের মধ্যে যত মতবিরোধই থাক না কেন, স্বাস্থ্য সংক্রান্ত এই ব্যাপারে একমত হয়েছেন শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মানুষরা৷

[ মোদি কথাই শুনতে চান না, বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের ]

সাধারণভাবে মুসলিমরা ধর্মপ্রাণ হিসেবেই পরিচিত৷ নিজেদের রীতি ও প্রথা পালন করতে তাঁরা অঙ্গীকারবদ্ধ থাকেন৷ এতদিনের আলিঙ্গনের রীতি তাঁরা তাই ভাঙলেন কীভাবে? মৌলানা খালিদ রশিদ জানিয়েছেন, ধর্মীয় রীতি পালনের থেকেও অনেক জরুরি মানুষের জীবন বাঁচানো৷ তাই ভিড় থেকে মানুষকে দূরে থাকারও পরামর্শ দেওয়া হচ্ছে৷ এমনকী এই জমায়তকে উদ্দেশ্য করে সোয়াইন ফ্লু প্রতিরোধক নেওয়ার বার্তাও প্রচার করা হচ্ছে৷

The post জানেন, কেন ইদে আলিঙ্গন করতে নিষেধ করছেন খোদ মৌলবিরা? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement